ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন (মে ২০১৭)
২০১৭ সালে ভারতে উপস্থিত এই ফোন গুলির ক্যামেরা সব থেকে ভাল
আজ আমরা আপনাদের এখনে এমন কিছু স্মার্টফোনের কথা বলব যেগুলি ক্যামেরার ক্ষেত্রে ভাল। এই স্মার্টফোন গুলি ভারতে পাওয়া সেরা ক্যামেরা স্মার্টফোন। তবে এই লিস্টে থাকা ফোন গুলি আলাদা আলাদা দামের। ২০১৭ সালের মে মাসে এই ফোনগুলির ক্যামেরা সব থেকে ভাল।
Apple iPhone 7 Plus
এই সময় বাজারে উপস্থিত সব থেকে ভাল ক্যামেরা যুক্ত ফোন এটি। এই ফোনটিতে দুটি রেয়ার ক্যামেরা আছে। এর তাদিয়ে খুব ভাল ছবি তোলা যায়।
Google Pixel Xl
এই স্মার্টফোনটি iPhone 7 Plus এর মতন অত ভাল নয়, কিন্তু এই ফোনটি দিয়েও ভাল ছবি তোলা যায়। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার যুক্ত, এই ফোনটিতে 4GB’র র্যাম আছে। যার ইন্টারনাল স্টোরেজ 32GB/128GB’র। আর এর ক্যামেরা 12.3MP,8MP’র।
Samsung Galaxy S8
স্যামসং এর এই স্মার্টফোনটিতে একটি ভাল ক্যামেরা আছে। এর ক্যামেরা দিয়ে ফোকাস খুব তাড়াতাড়ি হয় আর এই ক্যামেরা দিয়ে ভাল ছবি তোলা যায়।
Samsung Galaxy S7 Edge
এই স্মার্টফোনটির পারফরমেন্স সব মিলিয়ে ভাল, এর সঙ্গে এর ক্যামেরাটিও ভাল। এর ক্যামেরা 12MP’র সোনি IMX260 সেন্সার যুক্ত।