10,000-এর মধ্যে সেরা বাজেট ফোন খুঁজছেন? তালিকায় রাখুন Lava, Realme-এর এই মোবাইলগুলো
ভারতীয় বাজারে এখন একগুচ্ছ ফাটাফাটি বাজেট ফোন আছে যার দাম 10,000 টাকার মধ্যে
Lava -এর Lava Yuva 2 কিনতে পারেন চাইলে, এর দাম 7,999 টাকা
এছাড়া পছন্দের তালিকায় রাখতে পারেন Realme C55, Moto G13
আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটা জরুরি অঙ্গ হয়ে উঠেছে। অনেকেই খুব হাই ফাই, প্রিমিয়াম স্মার্টফোন চান। কারও ক্ষেত্রে ইচ্ছে থাকলেও সাধ্যে কুলোয় না। তাই এক্ষেত্রে বাঁচাতে আমাদের ভীষণই সাহায্য করে বাজেট ফোন। হ্যাঁ, এই ফোনগুলোর দাম যেমন কম হয়, তেমনই এতে পাওয়া যায় অত্যাধুনিক সব ফিচার। আপনি যদি 10,000 টাকার মধ্যে দারুন ফিচার যুক্ত স্মার্টফোন চান তাহলে দেখুন কী করণীয়। কোন ফোন বাছবেন যেখানে আপনি দারুন প্রসেসর সব উন্নতমানের ডিসপ্লে এবং ভাল একটি ক্যামেরা পাবেন। রইল কিছু সহজ উদাহরণ।
Moto G13
এই ফোনটি চলতি বছরের শুরুর দিকে লঞ্চ করেছে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে সহ MediaTek Helio G85 প্রসেসর। এখানে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় মিলবে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে শক্তিশালী 5000 mAh ব্যাটারি তো আছেই। এটির দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে।
Lava Yuva 2
এই ফোনটি ভারতের অন্যতম অত্যাধুনিক ফিচার যুক্ত ফোন যার দাম 10,000 টাকার মধ্যে। এটির দাম দেশে শুরু হচ্ছে 7,999 টাকা থেকে। এখানে আছে 6.5 ইঞ্চির একটি HD+ নচ ডিসপ্লে সহ MediaTek Helio G37 প্রসেসর। এখানে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ আছে এখানে। 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে।
Moto E13
এই ফোনের দাম দেশের বাজারে শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। এখানে আছে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে সহ Unisoc T606 প্রসেসর এবং Mali G57 MPI GPU। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি রয়েছে Moto E13 -তে।
Realme C55
এই ফোনে আছে 6.72 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট রয়েছে। MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এটির দাম দেশে শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। কিন্তু অনলাইনে আপনি যদি এই ফোন কেনেন তাহলে ব্যাংক অফার ইত্যাদি মিলিয়ে আপনি এটা 10,000 টাকার মধ্যেই কিনতে পারবেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile