ভারতে এখন একাধিক স্মার্টফোন আছে যার দাম আয়ত্তের মধ্যেই। এই ফোনগুলোর দাম খুব বেশি না হলেও ফিচারে কিন্তু কমতি নেই। আপনি যদি 20,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান তাহলে ভারতে এখন একাধিক অপশন পেয়ে যাবেন যেখানে দুর্দান্ত ফিচার সহ ব্যাপক পারফরমেন্স পাবেন। তালিকায় রাখুন OnePlus, Samsung সহ এই ফোনগুলো।
রোজকার কাজ থেকে গেমিং সব কিছুর জন্যই আদর্শ এই ফোন। এখানে Mali G68 MC4 GPU সহ MediaTek Dimensity 920 প্রসেসর রয়েছে। 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে 2400X1080 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে।
6 এবং 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। এখানে আছে 5000 mAh ব্যাটারি। এটির দাম 19,499 টাকা।
এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। এখানে ফেসলক থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে। কোয়াড ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।
এখানে 5000 mAh ব্যাটারি আছে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলা এই ফোনটির দাম 16,999 টাকা।
আরও পড়ুন: IQOO Z8 Leaks: AMOLED থেকে LED ডিসপ্লেতে সরছে IQOO, এটা কি সঠিক পদক্ষেপ?
এই ফোনটি একাধিক ভাইব্রেন্ট কালারে কিনতে পারবেন। ফিচার থেকে পারফরমেন্স সবেতেই সেরা এই ফোন। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।
6.72 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই হবে। এটি চলে Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। অ্যান্ড্রয়েড 13 আছে এটিতে।
108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এখানে। 5000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম পড়বে 19,999 টাকা।
এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। 4, 6 এবং 8 GB RAM এর ভ্যারিয়েন্ট পাবেন এই ফোনে। সঙ্গে 128 এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেল পাবেন।
48+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে সেলফি তোলার জন্য। 5000 mAh ব্যাটারি আছে।
Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর আছে এই ফোনে। এটির দাম 16,999 টাকা।
Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এই ফোনে কোনও সমস্যা ছাড়াই দুর্দান্ত পারফরমেন্স পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।
2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ 6.38 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এখানে। 6 এবং 8 GB RAM মডেল পাবেন এই ফোনে, সঙ্গে 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে।
4500 mAh ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 13 রয়েছে এই ফোনে। এটির দাম 18,999 টাকা।
আরও পড়ুন: Poco M6 Pro 5G Leaked: ভারতে শীঘ্রই আসবে Poco-এর আপকামিং ফোন? BIS ওয়েবসাইট থেকে কোন ইঙ্গিত মিলল
IPX4 রেটিং আছে এই ফোনে। অর্থাৎ এটি জল প্রতিরোধ করতে সক্ষম। এখানে 6.67 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে আছে। 4, 6 এবং 8 GB RAM মডেল সহ 128 এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেল পেয়ে যাবেন।
48+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারিও পেয়ে যাবেন। এটির দাম 18,999 টাকা।