বাজেটেই এখন ফিচার ঠাসা ফোন কেনা সম্ভব। অল্প দামেই পেতে পারেন দারুন পারফরমেন্স। তাই আপনার বাজেট যদি 10,000 টাকা হয় তাহলেও কিন্তু আপনি ভারতের বাজারে একাধিক ফোন পেয়ে যাবেন। এই রেঞ্জের ভাবছেন কোন কোন ফোন পাবেন, দেখুন তালিকা।
এখানে একটি দুর্দান্ত ডিজাইন সহ প্লাস্টিক বডি আছে। এই ফোনে 1080X2408 পিক্সেলের রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
4 এবং 6 GB RAM, 64 এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
15W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 6000 mAh শক্তিশালী ব্যাটারি আছে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এই ফোন। এটির দাম 9,699 টাকা।
3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে।
2 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলার জন্য। এটির দাম 9,999 টাকা।
এই ফোনটিকে গ্রাহকরা দুর্দান্ত সব রঙে কিনতে পারবেন। এখানে Unisoc T612 প্রসেসর আছে। সঙ্গে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন।
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে। 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন। এটির দাম 7,999 টাকা।
6.53 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন Redmi -এর এই ফোনে। 5000 mAh ব্যাটারি আছে এখানে।
MediaTek Helio G25 প্রসেসরের সাহায্যে চলে এটি। 13 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটির দাম পড়বে 8,499 টাকা।
এই ফোনে লেদারের টেক্সচার পাবেন। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে। 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।
MediaTek Helio A22 প্রসেসর আছে Redmi -এর এই বাজেট ফোনে। 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন এই ফোনে।
5000 mAh তো আছেই। এটির দাম 5,699 টাকা পড়বে।
গেম খেলার দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন এই ফোনে। 8,199 টাকার এই ফোনে আছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে।
MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে আছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে।