Budget Phones Under 10,000: দুর্মূল্যের বাজারে পকেটে বেশি চাপ না দিয়েই কিনুন এই ফোন, কম দামে পাবেন দুর্দান্ত ফিচার

Budget Phones Under 10,000: দুর্মূল্যের বাজারে পকেটে বেশি চাপ না দিয়েই কিনুন এই ফোন, কম দামে পাবেন দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

ভারতের বাজারে এখন একাধিক বাজেট ফ্রেন্ডলি ফোন আছে

এই ফোনগুলোর দাম 10,000 টাকার মধ্যে হলেও পাবেন ভরপুর ফিচার

তালিকায় রাখুন Realme, Tecno, Nokia -এর সহ এই ফোন

সবজি বলুন বা অন্য কিছু সবই এখন অগ্নিমূল্য। এই দুর্মূল্যের বাজারে কম দামে যদি পকেটের উপর বেশি চাপ না ফেলে যদি ফোন কিনতে চান তাহলে বেছে নিতে পারেন এই বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো। দাম সবের 10,000 টাকার মধ্যে।

এখানে আছে ভরপুর ফিচার। দেখুন তালিকায় কোনগুলো রাখবেন। 

বাজেট ফ্রেন্ডলি ফোন 10,000 এর মধ্যে

Redmi 12C

এই ফোনটির দাম 9,999 টাকা। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে।

এটি পরিচালিত হয় আন্ড্রয়েড 12 -এর সাহায্যে। ফলে এখানে যেমন দুর্দান্ত পারফরমেন্স পাবেন তেমনই লম্বা ব্যাটারি পাবেন। এছাড়া আছে 6.71 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে আছে।

এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সর আছেন ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

Infinix Hot 30i

এই ফোনটির দামও 9,999 টাকা। MediaTek Helio G37 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে।

আরও পড়ুন: Smartphone Use Tips: বাথরুমে গেলেও সঙ্গী হয় ফোন? এখুনি ত্যাগ করুন অভ্যাস, জানুন কেন

90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এখানে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 -এর সহজেই চলে এটি। 

Redmi 10

এই ফোনটি গ্রাহকরা 9,900 টাকায় কিনতে পারবেন। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। 6000 mAh- এর শক্তিশালী ব্যাটারি রয়েছে এই ফোনে।

6.7 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে। Snapdragon 680 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এখানে। পাবেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 

Nokia G11

Nokia -এর এই ফোন কিনতে পারবেন 9,499 টাকায়। এখানে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই স্টোরেজ চলে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে।

Phones under 10,000

Unisoc T606 প্রসেসর আছে। আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। 

Poco C55

এখানে 6.71 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে এখানে। MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর।

4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এখানে। রয়েছে 5000 mAh ব্যাটারি। 

আরও পড়ুন: Google Pixel 8 Pro Images Leaked: গুগলের আগামী ফোনের লাইভ ছবি ফাঁস অনলাইনে! ট্রিপল ক্যামেরা সহ আর কী কী থাকছে?

Redmi 10A

8,599 টাকায় কেনা যাবে এটি। 6.53 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই হবে। MediaTek Helio G25 প্রসেসরের সাহায্যে চলে এটি। আছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি।

13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। ডুয়াল সিম, 4G কানেকটিভিটি সাপোর্ট করে এটি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo