2018 সালে ভারতের সেরা বিগ স্ক্রিন স্মার্টফোন
আপনার যদি এমন একটি ফোন খুঁজছেন যা পার্ফর্মেন্স আর বিল্ড কোয়ালিটিতে সেরা আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি বড় স্ক্রিন পাবেন তবে আমরা আজকে আপনাদের জন্য এমনই কিছু ফোনের তালিকা নিয়ে এসেছি
স্মার্টফোন কেনার সময়ে প্রত্যেক ইউজারের আলাদা আলাদা পছন্দ আর দরকার থাকে। আর এই ক্ষেত্রে আপনারা যদি একটি বড় ডিসপ্লের ফোন কিনতে চান তবে সেক্ষেত্রে এই তালিকাটি আপনাদের কাজে আসবে। এখানে আজকে আমরা আপনাদের 2018 সালের সেরা বড় স্ক্রিনের স্মার্টফোনের বিষয়ে বলব।
Vivo NEX S
2018 সালের জুলাই মাসে এই NEX স্মার্টফোনটি 6.59 ইঞ্চির SUPER AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ডিভাইসের পিক্সাল রেজিলিউশান 1080×2316 আর এটি 388 পিক্সাল ডেনসিটির সঙ্গে এসেছে। আর এই ফোনটি 8GB র্যাম যুক্ত। আর Vivo Nex S ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম যুক্ত। আর এই ডিভাইসে বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
Apple iPhone XS Max
Apple iPhone Xs Max ফোনটি 6.5 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর 1242×2688 রেজিলিউশান যুক্ত। আর এই ফোনে 2.5GHz Hexa-Core প্রসেসার আছে আর এই ডিভাইসটি 4GB র্যামের সঙ্গে এসেছে। এই ফোনটিতে iOS 12 অপারেটিং সিস্টেম আছে। আর এই ফোনটি 3G,4G GPS ওয়াই ফাই NFC ব্লুটুথ কানেক্টিভিটি অপশান যুক্ত।
Samsung Galaxy Note 8
Samsung Galaxy Note 8 ফোনটি 6.3 ইঞ্চির QHD সুপার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনের রেজিলিউশান 1440×2960 পিক্সাল। আর এই ফোনে 2.3 GHz অক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনটি 6GB র্যাম যুক্ত। এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 অপারেটিং সিস্টেম যুক্ত।
Samsung Galaxy S9 Plus
Samsung Galaxy S9 Plus ফোনটি 6.2 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যুক্ত। আর এই ফোনের রেজিলিউশান 1440×2960 পিক্সাল। আর এই ফোনে 2.7 GHZ অক্টা কোর প্রসেসার যুক্ত আর এই ফোনটি 6GB র্যাম যুক্ত। এই স্যামসাংফোনটি অ্যান্ড্রয়েড 8 অপারেটিং সিস্টেম যুক্ত।
Oppo F9 Pro
Oppo F9 Pro ফোনটিতে একটি 6.3 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে। আর এই ফোনের রেজিলিউশান 1080×2280 পিক্সাল। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম যুক্ত। আর এই ফোনটি 6GB র্যামের সঙ্গে এসেছে। আর এই ফোনটি সানরাইজ রেড, টুইলাইট ব্লু আর স্টারি পার্পেল কালার ভেরিয়েন্টে পাওয়া যায়।
Samsung Galaxy A8 Star
Samsung Galaxy A8 Star ফোনটি 6.3 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর রেজিলিউশান 1880×2220 পিক্সাল। আর এই ফোনটিতে 2.2 GHz অক্টা কোর প্রসেসার আছে আর এর র্যাম 4GB আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 অপারেটিং সিস্টেমে চলে।
Xiaomi Mi Max 2
Xiaomi Mi Max 2 ফোনটি 6.44 ইঞ্চির FHD IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত। আর এই ফোনের রেজিলিউশান 1080×1920 পিক্সাল। আর এই ফোনটিতে 2 GHz অক্টা কোর প্রসেসার আছে। আর এর সঙ্গে এই ফোনে 4GB র্যাম দেওয়া হেয়ছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 অপারেটিং সিস্টেমে চলে।
OnePlus6T
OnePlus6T ফোনটি একটি 6.41 ইঞ্চির অপ্টিক AMOLED ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনের রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনটিতে 2.8GHzঅক্টা কোর প্রসেসার আছে। আর এই ডিভাইসটি 6GB র্যাম যুক্ত। আর এটি অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম যুক্ত।