আজকালকার যুগে স্মার্টফোন ছাড়া চলেই না। কিন্তু তাই বলে যে সব সময় দাম দিয়ে ফোন কেনা সম্ভব হয় এমনটা নয়। তাই বলে কম দামে ফোন কিনলে যে ফিচারের সঙ্গে আপোস করতে হয় এমনটা কিন্তু নয়।
বাজেট ফোনেও দুর্দান্ত সব ফিচার পাওয়া যায়। আপনি যদি 15,000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তাহলে দেখুন কোন কোন ফোন বেছে নিতে পারেন।
এটি একটি পারফরমেন্সের পাওয়ারহাউজ ফোন। এখানে গ্রাহকরা 6.43 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে পাবেন। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন আছে। সঙ্গে ছবি তোলার জন্য এই ফোনে আছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে।
এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি পরিচালিত হয় MediaTek Helio G95 প্রসেসরের সাহায্যে। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।
6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। Amazon থেকে এখন এই ফোন কেনা যাচ্ছে 14999 টাকায়।
এই ফোনে গ্রাহকরা পাবেন দুর্দান্ত ডিজাইন। এখানে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এটি 29 মিনিটে 50% চার্জ তুলে নিতে সক্ষম।
64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এখানে। কম আলোতে এই ফোনে দারুন ছবি তোলা যায়। 90 Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে।
128 GB RAM পাবেন গ্রাহকরা এই ফোনে। এটি 12,999 টাকায় Amazon থেকে কেনা যাবে।
এই ফোনে রয়েছে 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই ফোনে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা আছে। সঙ্গে এখানে একটি 8 এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।
ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে চলে এটি। আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি।
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। 13499 টাকার বিনিময়ে Amazon থেকে কিনতে পারবেন এটি।
Nokia -এর বিশ্বাস সহ এই ফোনে পাবেন 90 Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন।
5050 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এটি পরিচালিত হয় Unisoc T606 প্রসেসরের সাহায্যে। এটির দাম 13199 টাকা পড়বে Amazon -এ।
পাওয়ার আর স্টাইল দুই পাবেন এই ফোনে। এখানে 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে রয়েছে। 600 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে এই ফোনে।
এটি পরিচালিত হয় Unisoc T612 প্রসেসরের সাহায্যে। Antutu ওয়েবসাইটে এই ফোনটি 2,14,150 স্কোর করেছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আর সেলফি ক্যামেরাতে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে। Amazon -এ এটির দাম 11499 টাকা।
এই ফোনটির দাম 12,999 টাকা। এখানে আছে MediaTek Dimensity 700 5G প্রসেসর। 90 HZ রিফ্রেশ রেট সহ একটি Full HD ডিসপ্লে পাবেন এই ফোনে।
ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে।