Samsung মানেই একটা ভরসা যোগ্য নাম। ব্যাটারি বলুন বা পারফরমেন্স সব ক্ষেত্রেই সেরা এই কোম্পানি। তাই বলে মোটেই পিছিয়ে নেই ক্যামেরার নিরিখে।
আপনি যদি এই ব্র্যান্ডের সেরাল ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত ফোন চান, তাহলে অবশ্যই বেছে নিতে পারেন এগুলোর একটি।
এই বাজেট ফোনে গ্রাহকরা পাবেন 6.6 ইঞ্চির একটি Full HD+ PLS LCD ডিসপ্লে। এখানে 50 এবং দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের সেন্সর।
এই ফোনের সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যায়। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন, পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম 14990 টাকা।
নাম দেখেই বুঝতে পারছেন এটা একটা 5G ফোন। এখানে অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট আছে। এই ফোনটি আপনাকে যেমন দ্রুত গতির পরিষেবা পাবেন তেমনই পাবেন নিখুঁত ছবি তোলার মতো ফিচার।
এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের সাহায্যে ল্যান্ডস্কেপ ছবি দুর্দান্ত ওঠে। এখানে 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে পাবেন।
6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে এখানে। Amazon-এ এই ফোনের দাম পড়বে 14,990 টাকা।
এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে। IP 68 রেটিং আছে এই ফোনে। এটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আছে অ্যান্ড্রয়েড 11 সহ ট্রিপল রিয়ার ক্যামেরা প্রাইমারি ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর।
দিনের আলোয় দারুন ছবি তোলা যায় এই ফোনের সাহায্যে। আলো কম থাকলেও মোটের উপর ভালই ছবি ওঠে।
Snapdragon 865 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 8 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম Amazon -এ পড়বে 27,999 টাকা।
এই সিম্পল ডিজাইনের ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন গ্লাস ফিনিশ ডিজাইন। এখানে অক্টা কোর প্রসেসর আছে। সঙ্গে 6.6 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন গ্রাহকরা।
এখানেও ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। দারুন সেলফি তোলার জন্য এই ফোনে আছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রিয়ার ক্যামেরায় 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ 8 এবং 5 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে আরও। Amazon এ এই ফোনের দাম পড়বে 30,999 টাকা।
এটি পরিচালিত হয় Exynos 2100 প্রসেসরের সাহায্যে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.4 ইঞ্চির সুপার AMOLED কোয়াড আছে। এখানেও 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে।
বাকি দুটো ক্যামেরায় আছে 8 এবং 12 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
এটার সাহায্যে দুর্দান্ত ছবি তোলা যাবে। অ্যান্ড্রয়েড 12 আছে এই হবে। এটির দাম Amazon -এ পড়বে 33,980 টাকা।
এখানে ফাটাফাটি ছবি তোলার জন্য পাবেন আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। রিয়ার ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12 এবং 5 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর রয়েছে। এখানে VDIS এবং অটো ফোকাসের সুবিধাও আছে।
স্যামসাংয়ের এই ফোন দিয়ে রাতের বেলাও দারুন ছবি তোলা সম্ভব। Exynos 1380 প্রসেসরের সাহায্যে চলে এটি। আছে অ্যান্ড্রয়েড 13 সহ 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
6.4 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে আছে এখানে। Amazon -এ এটির দাম 40,999 টাকা।
এটিও একটি অত্যন্ত ভালো কমপ্যাক্ট ফোন। এখানে দুর্দান্ত অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। এই ফোনে আছে ভিশন বুস্টার সব 120 HZ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে। এখানে 2340X1080 পিক্সেলের রেজোলিউশন।
গ্রাহকরা এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর পাবেন। ফলে এই ক্যামেরার সাহায্যে যে দুর্দান্ত ছবি তোলা যাবে সেটা বলাই বাহুল্য। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 10 মেগাপিক্সেলের একটি সেন্সর। দাম 62,999 টাকা।
Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলে এই প্রিমিয়াম ফোন। এটা ভিডিও দেখা বলুন বা গেমিং সব কিছুর জন্য একেবারে আদর্শ। এখান 120 Hz রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
এই ফোনের AI আর নাইটোগ্রাফি মোড অসাধারণ। যা ছবি উঠবে সেটা দেখে আপনি নিজেই চমকে যাবেন। কম আলো বলুন বা বেশি আলোয়, রাত হোক বা দিন সবসময়ই এটার সাহায্যে ভালো ছবি তোলা যাবে।
এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 10 এবং 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের দাম 79,999 টাকা।