Best 7000mAh Battery Mobiles India: কনটেন্ট দেখা, গেমিং, রোজকার কাজ করুন নিশ্চিন্তে, Samsung সহ এই ফোনগুলোয় পাবেন বিশাল ব্যাটারি

Updated on 22-Jul-2023
HIGHLIGHTS

ভারতে এমন একাধিক ফোন রয়েছে যেখানে 7000 mAh ব্যাটারি আছে

এই ফোনগুলোকে একবার চার্জ দিলে সেটা চলবে সারাদিন

Samsung, Tecno সহ এই ফোনে পাবেন এই বিপুল ব্যাটারি

স্মার্টফোন আজকাল আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছেন স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল। কেবল যে বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য আজকাল এই যন্ত্র ব্যবহার হয় এমনটা নয়। আজকাল স্মার্টফোন দিয়ে একাধিক কাজও করা হয়ে থাকে। আর রোজকার কাজের মধ্যে বারবার চার্জ দেওয়া সম্ভব হয় না।

ফলে যে ফোনে 7000mAh এর মতো বড় ব্যাটারি থাকে সেগুলো আজকাল গ্রাহকদের খুব পছন্দের হয়ে উঠেছে কারণ এক চার্জে এই ফোনগুলো সারাদিন চলতে পারে। 

Samsung Galaxy F62

এটি একটি মিড রেঞ্জের ফোন। এখানে Exynos 9825 প্রসেসর আছে, সঙ্গে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সঙ্গে আছে 7000maAh ব্যাটারি।

এই ফোন একবার চার্জ দিলে সেটা দুদিন পর্যন্ত এক টানা চলতে পর। 25W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ রিভার্স চার্জিং এর সুবিধা পাবেন। তবে হ্যাঁ চার্জিং স্পিড অনেকটাই কম এই ফোনে।

এছাড়া গ্রাহকরা এই ফোনে 6.70 ইঞ্চির সুপার AMOLED Full HD ডিসপ্লে পাবেন। ফলে কনটেন্ট দেখা বা গেম খেলার আলাদা মজা পাওয়া যাবে। কোয়াড রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। এই ফোনের বেস মডেল যেখানে 6 GB RAM আছে সেটার দাম পড়বে 23,999 টাকা। 

সুবিধা: দুর্দান্ত পারফরমেন্স, ব্যাপক ব্যাটারি লাইফ, এবং উন্নতমানের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

অসুবিধা: HDR সাপোর্ট নেই এই ফোনে, ক্যামেরা মোটামুটি মানের। 

ফিচার:

ডিসপ্লে: 6.3 ইঞ্চির ডিসপ্লে

মেমোরি: 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ

ক্যামেরা: 64+12+5+5MP রিয়ার ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: 7000mAh

দাম: 23,999

আরও পড়ুন: Best Phones Under 10,000: বাজেট ভীষণই সীমিত? দুর্দান্ত ফিচার ভরা Redmi, Realme এর এই ফোনগুলো দেখুন

Tecno Pova 3

এখানে একটি বিপুল সাইজের 7000mAh ব্যাটারি আছে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 10W রিভার্স চার্জিং এর সুবিধা আছে এই ফোনে। 53 দিনের স্ট্যান্ডবাই সময় পাবেন এখানে।

MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফলে বুঝতেই পারছেন এই বাজেট ফোনের ক্যামেরা অত উন্নত না হলেও পারফরমেন্স বা ব্যাটারির নিরিখে এটা সেরা। এই ফোনটিতে 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। ফলে স্ক্রিনটি বেশ বড় যে কোনও কনটেন্ট দেখার জন্য। এটির দাম 10,299 টাকা। 

সুবিধা: ভালো পারফরমেন্স এবং বড় ব্যাটারি।

অসুবিধা: ক্যামেরা অত ভাল নয় এই ফোনে। 

ফিচার:

ডিসপ্লে: 6.3 ইঞ্চির ডিসপ্লে

মেমোরি: 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ

ক্যামেরা: 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: 7000mAh

দাম: 10,299 টাকা

Tecno Pova 2

এই 7000mAh ব্যাটারি ফোনের দাম 12,499 টাকা। এই বাজেট ফোনটিতেও গ্রাহকরা দুর্দান্ত বড় একটি ব্যাটারি পেয়ে যাবেন। এছাড়া MediaTek Helio G85 প্রসেসর তো আছেই রোজকার কাজ চালানোর জন্য।

এখানে গ্রাহকরা 45 দিনের স্ট্যান্ডবাই সময় পাবেন। কোয়াড ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় পাবেন 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। অল্প বাজেটে এই ক্যামেরা মন্দ নয়। 

ফিচার:

ডিসপ্লে: 6.95 ইঞ্চির ডিসপ্লে

মেমোরি: 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ

ক্যামেরা: 48+8+2+2MP রিয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: 7000mAh

দাম: 12,499 টাকা

Samsung Galaxy M51

এটি একটি পুরনো মিড রেঞ্জের ফোন। এখানেও 7000mAh ব্যাটারি রয়েছে যা এক চার্জে আপনাকে গোটা দিনের ব্যাটারি লাইফ দেবে। তবে এই ফোনের চার্জিং স্পিড অনেক কম।

মাত্র 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Qualcomm Snapdragon 730G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। সঙ্গে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।

25,999 টাকার বিনিময়ে এই ফোন কিনলে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা পাওয়া যাবেন। 

সুবিধা: দুর্দান্ত ব্যাটারি।

অসুবিধা: ক্যামেরা মোটামুটি মানের। 

ফিচার:

ডিসপ্লে: 6.7 ইঞ্চির ডিসপ্লে

মেমোরি: 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ

আরও পড়ুন: Infinix GT 10 Pro Expected Features: রং বদলানো ব্যাক প্যানেল নিয়ে আসবে ইনফিনিক্সের আপকামিং ফোন? 108MP ক্যামেরা সহ থাকবে কী কী?

ক্যামেরা: 64+12+5+5MP রিয়ার ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: 7000mAh

দাম: 25,999 টাকা

Doogee S88 Plus

এই ফোনটি এখনও ভারতে উপলব্ধ নয়, তবে Amazon এর কিছু ভেন্ডরের কাছে পেতে পারেন এটিকে। তবে মনে রাখবেন এখানে কোনও ওয়ারেন্টি পাবেন না। কিন্তু যেটা আছে সেটা হল 10,000mAh ব্যাটারি।

এখানে 32 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এক চার্জে এটি 21 ঘণ্টার গেমিং, 27 ঘণ্টার মিউজিক প্লেব্যাক টাইম পাবেন। এটির দাম 36,500 টাকা। 

সুবিধা: অকল্পনীয় বড় ব্যাটারি।

অসুবিধা: মাত্র 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। 

ফিচার:

ডিসপ্লে: 6.3 ইঞ্চির ডিসপ্লে

মেমোরি: 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ

ক্যামেরা: 48+8+8MP রিয়ার ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারি: 10,000mAh

দাম: 36,500 টাকা

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :