স্মার্টফোনের দুনিয়ায় এখন অহরহ বদল ঘটছে। নিত্য নতুন স্মার্টফোন আসছে বাজারে। কোনটা বাজেট ফ্রেন্ডলি, কোনটা মিড রেঞ্জের তো কোনটা আবার প্রিমিয়াম। এমন অবস্থায় আপনার চাহিদা পূরণ করবে এমন ফোন বাছতে গেলে সত্যি ধন্দে পড়তে হয় বইকি! তাই আপনি যদি এখন ফোন কেনার কথা ভেবে থাকেন, আর আপনার বাজেট যদি 30,000 টাকার মধ্যে হয় তাহলে দেখে নিন আপনি কোন কোন ফোন কিনতে পারেন। এই নিম্নলিখিত ফোনে আপনি দারুন পারফরমেন্স পাবেন।
এই ফোনে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এছাড়া 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকবে এখানে। সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশ মিলবে। এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা সহ 80W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি। এটিতে আপনি দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। OnePlus Nord 2T 5G -এর দাম Amazon-এ 28,999 টাকা।
এই ফোনে আছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট সহ সুপার AMOLED ডিসপ্লে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন থাকবে। 1200 নিটসের ব্রাইটনেস এবং 240 HZ টাচ স্যাম্পলিং রেট উপলব্ধ আছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে সঙ্গে 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি মিলবে এখানে। এটির দাম Amazon -এ 19,999 টাকা।
এই ফোনে আছে 120W ফ্ল্যাশ চার্জের সুবিধা। 0-50% চার্জ হয় এখানে মাত্র 10 মিনিটে। এছাড়া আছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে যেখানে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। 1300 নিটসের ব্রাইটনেস সহ HDR 10+ -এর সুবিধা মিলবে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এটির দাম Amazon এ 29,999 টাকা।
এই ফোনে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। 120 HZ রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে। Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে এটি চলবেন এখানে আছে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। Amazon -এ এটির দাম 18,999 টাকা।
এই ফোনে আছে Snapdragon 870 প্রসেসর সহ 80W ফাস্ট চার্জিং এর সুবিধা। এখানে মিলবে 4700mAh ব্যাটারি। 120 Hz রিফ্রেশ রেট সহ এখানে AMOLED ডিসপ্লে মিলবে। 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস থাকবে এখানে সঙ্গে HDR 10+ সাপোর্ট। 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকবে এখানে। Amazon -এ এটির দাম রাখা হয়েছে 28,999 টাকা।
এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 900 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। 6.43 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা মিলবে এখানে। এটির দাম Amazon -এ 26,090 টাকা।
এই ফোনে গ্রাহকরা 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন সঙ্গে থাকবে 6.55 ইঞ্চির একটি Full HD OLED ডিসপ্লে। Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাহায্যে চলে এটিন এখানে দুটি 50 মেগাপিক্সেলের সেন্সর আছে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এটির দাম Amazon- এ 26,670 টাকা।
বাজারে এখন এই রেঞ্জের মধ্যে বহু অপশন পাবেন। তবে আপনার জন্য সঠিক ফোন বেছে নেওয়ার আগে ফোনের ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসরের দিকে নজর দিন। এইগুলো যে ফোনে ভালো পাবেন আপনার বাজেটের মধ্যে সেটাকেই বেছে নিন।