ভারতের বাজারে এমন একাধিক ফোন এখন কিনতে পাওয়া যায় যেখানে আর চার্জিং নিয়ে চিনতে করতে হয় না। এক চার্জে গোটা দিন চলতে পারে এই ফোনগুলো। এখানে 6000mAh করে ব্যাটারি আছে। আপনিও যদি বিপুল ব্যাটারি যুক্ত ফোন খুঁজে থাকেন তাহলে দেখুন কোনগুলো সেরা।
এটি একটি বাজেট ফোন, কিন্তু হলে কি হবে, রোজকার কাজের জন্য এখানে 6000mAh ব্যাটারি আছে। যা একবার চার্জ দিলে বহুক্ষণ চলে। এখানে 4 GB RAM পাবেন।
Exynos 850 প্রসেসর রয়েছে এই ফোনে। ফলে মোটামুটি ভালই পারফরমেন্স পাবেন এই ফোনে। 50+5+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে যা এই বাজেটে বেশ ভালই, ছবিও তোলা যাবে দারুন।
ফ্রন্ট ক্যামেরাতে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। এটি অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে, অ্যান্ড্রয়েড 13 এসে গেলেও সেটা এখনো আপগ্রেড হয়নি। এই ফোনটি এখন মাত্র 12,999 টাকায় কেনা যাবে।
এটি তো আপনি পকেট ফ্রেন্ডলি দামেই এখন পেয়ে যাবেন। MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে চলে এটি, ফলে বুঝতেই পারছেন স্মুদ পারফরমেন্স পাবেন এই ফোনে। সঙ্গে 4 GB RAM আছে।
6.5 ইঞ্চির একটি মাঝারি সাইজের ডিসপ্লে আছে এই ফোনে যা খুব বড় না হলেও ঠিক আছে রোজকার কাজের জন্য। তবে এটার প্লাস পয়েন্ট হল এটার বিপুল 6000mAh ব্যাটারি। এটির দাম 9,999 টাকা।
আরও পড়ুন: OnePlus 12R Specs Leaked: OnePlus 11-এর সঙ্গে হুবহু মিল আপকামিং ফোনের? কিনতে খরচ হবে কত?
7,969 টাকার এই ফোনটি ব্যাটারির নিরিখে নামী দামী ফোনকে জোর টক্কর দিতে পারে। এখানে 6000mAh ব্যাটারি আছে। ফলে আপনি যতই ফোনে সিনেমা, সিরিজ দেখুন গেম খেলুন চট করে ব্যাটারি ফুরাবে না।
এই ফোনটি ব্যক্তিগত এবং অবশ্যই প্রফেশনাল কাজের জন্য ভীষণই আদর্শ। এই ফোনে বিপুল স্টোরেজ আছে সঙ্গে 6000mAh ব্যাটারিও পাবেন। ফলে স্টোরেজ বা ফোন ঘাঁটা কোনটা নিয়ে চিন্তা করতে হবে না।
কোয়াড ক্যামেরা আছে এই ফোনে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনের দাম 18,499 টাকা। ফলে এটিও একটি বাজেট ফোন।
এটি একটি এন্ট্রি লেভেলের ফোন। 6000mAh ব্যাটারি ছাড়াও এখানে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন আছে এখানে। ফলে ওভারঅল একটা স্মুদ পারফরমেন্স তো পাওয়া যাবেই। সঙ্গে 6.6 ইঞ্চির একটি ঠিকঠাক সাইজের স্ক্রিন আছে যা আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে।
এটির দাম মাত্র 5,999 টাকা। ফলে বুঝতেই পারছেন নগণ্য দামে বিপুল ব্যাটারি যুক্ত ফোন পাবেন আপনি এখানে।
আরও পড়ুন: Realme C53 Vs Moto G13: 108MP ক্যামেরা নাকি 50MP ক্যামেরা? একই প্রাইস রেঞ্জের কোন ফোন সেরা?
এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে। হয়তো চার্জিং স্পিড বেশি নয়। কিন্তু ব্যাটারি অনেক বড় এখানে। ফলে একবার 10 মিনিটের চার্জ দিলে এখানে 10 ঘণ্টার কলিং টাইম পাবেন।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। এটির দাম 11,999 টাকা।