5G Smartphone under Rs 10000: সস্তা দামে সেরা 5জি স্মার্টফোন, আপনার জন্য কোনটি সেরা

5G Smartphone under Rs 10000: সস্তা দামে সেরা 5জি স্মার্টফোন, আপনার জন্য কোনটি সেরা

5G Smartphone under Rs 10000: কম বাজেটে আপনার প্রয়োজন হিসেবে স্মার্টফোন কেনা সত্যিই একটি বড় টাস্ক। বাজারে কম দামে একাধিক ফোন পাওয়া যাচ্ছে। আপনি যদি 10,000 টাকার কম দামে প্রতিদিনের ব্যবহারের জন্য একটি ভাল ফোন কিনতে চান তাহলে আমরা এখানে এমন কিছু ফোন নিয়ে এসেছি, যা 10 হাজার টাকার কম দামে কেনা যাবে। এগুলো কম দামে ভালো ফিচার অফার করে।

5G Smartphone under Rs 10000: সেরা স্মার্টফোনটি কোনটা

Motorola G45 ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

9999 টাকার শুরুর দামে এই ফোনটি Flipkart সাইটে লিস্ট করা। এটি 6.5 ইঞ্চি স্ক্রিন 120Hz এর রিফ্রেশ রেটে কাজ করে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি, Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ হল Realme এর নতুন স্মার্টফোন, জানুন ভারতে কত দামে আসবে

Motorola G45 5G Smartphone

Poco M6 5G ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

10 হাজার টাকার কম দামে পোকো এম6 ফোনটি দুর্দান্ত ফিচার সহ আসে। এতে 6.74-ইঞ্চি ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট দেওয়া। ফোনে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 5MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

Realme Narzo N63 ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি নারজো সিরিজে আসা এই ফোনটি Amazon সাইটে 8499 টাকায় বিক্রি হচ্ছে। এতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.75 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া। সেলফি তুলতে এতে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি রয়েছে।

Itel Color Pro 5G ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

itel Color Pro 5G

9490 টাকা আইটেল কালার প্রো 5জি ফোনের দাম। এই স্মার্টফোনে 50MP রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য একটি 8MP সেন্সর রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। ফোনে একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 90Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপনি এটি Amazon থেকে 9,490 টাকায় কিনতে পারবেন।

Samsung Galaxy A14 5G ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনে 6.6 ইঞ্চি PLS LCD, 90Hz ডিসপ্লে দেওয়া। পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimension 700 প্রসেসর রয়েছে। এতে পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে, যা 50MP মেইন প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি তুলতে এই ফোনে 13MP সেন্সর পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনটি 5000mAh ব্যাটারি অফার করে যা 15W চার্জিং সাপোর্ট সহ আসে। এই ফোনটি 9,999 টাকায় Flipkart সাইটে লিস্ট করা।

আরও পড়ুন: 200MP সেন্সর সহ আসতে পারে Xiaomi 15 Ultra, ক্যামেরা স্পেক্স ফাঁস, রাতে DSLR এর মতো ছবি তুলবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo