5G Internet Service 12 অক্টোবরের মধ্যে ভারতে চালু হয়ে যাবে। আবার সামনে পুজো বলেও কথা! ফলে অনেকেই এখন 5G ফোন কেনার দিকে ঝুঁকছেন। তাই এই পুজোয় যে 5G ফোনের বিক্রি বাড়বে সেটা বলাই বাহুল্য। তাই আপনিও যদি এই পুজোয় নতুন ফোন কিনতে চান বাজেটের মধ্যে দেখে নিন তালিকাটি। 64 মেগাপিক্সেল ক্যামেরা থেকে দুর্দান্ত ব্যাটারি লাইফ কিংবা 6 GB RAM কী নেই ফোনগুলোয়! সঙ্গে আবার দারুন সব ব্র্যান্ড, OnePlus, Realme, Redmi, ইত্যাদি। তাই এই প্রতিবেদন থেকে দেখে নিন 20 হাজারের নিচে সেরা কিছু 5G স্মার্টফোন (Best 5G Smartphone under 20,000)।
এই ফোনটির দাম 18,999 টাকা। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে। সঙ্গে আছে 360 Hz টাচ স্যাম্পলিং রেট। ট্রিপল ক্যামেরা আছে এই ফোনে এবং প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া সেলফি এবং ভিডিও কলিং এর জন্য আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে। এই ফোনে প্রসেসর হিসেবে আছে snapdragon 695 চিপসেট।
এই ফোনের দাম হল 18,700 টাকা। এই ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে, যার সাহায্যে চলবে Realme UI 3.0 স্কিন। এই ফোনে গ্রাহকরা পাবেন 90Hz রিফ্রেশ রেট সহ 6.4 ইঞ্চির HD+ সুপার AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে আছে MediaTek Dimensity 920 চিপসেট। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এই ফোনে, সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা আছে। এছাড়া সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে 5000mAh এর একটি ব্যাটারি আছে।
এই ফোনটির দাম 19,999 টাকা। গ্রাহকরা এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির full HD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে snapdragon 778G চিপসেট। এই ফোনে আছে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা হল 64 মেগাপিক্সেলের। এছাড়া আছে 12 এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা। 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে সেলফি তোলার জন্য। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।
এই ফোনটির দাম হল 18,999 টাকা, যাতে গ্রাহকরা পাবেন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.59 ইঞ্চির একটি full HD+ ডিসপ্লে। এছাড়া প্রসেসর হিসেবে এই ফোনে আছে snapdragon 695 চিপসেট। এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা হল 64 মেগাপিক্সেলের এবং আর দুটো ক্যামেরা হল 2 এবং 2 মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য গ্রাহক এই ফোনে পাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া আছে 5000mAh ব্যাটারি যাতে দেওয়া আছে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা।
এই ফোনটির দাম হল 20,999 টাকা। Redmi এর এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz স্যাম্পলিং রেট সহ একটি 6.67 ইঞ্চির full HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনের ট্রিপল ক্যামেরা সেট আপ এর প্রাইমারি ক্যামেরাটি হল 108 মেগাপিক্সেলের। আর বাকি দুটো ক্যামেরা হল 8 এবং 2 মেগাপিক্সেলের। প্রসেসর হিসেবে এই ফোনে আছে Snapdragon 695 চিপসেট এবং আছে 5000mAh ব্যাটারি যার সঙ্গে গ্রাহকরা পাবেন 67W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।