Vivo -এর তরফে এখন নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যে কী করে 5G ফোনকে আরও সুবিধাজনক, বাজেট ফ্রেন্ডলি করে তোলা যায়। এই কোম্পানির তরফে ইতিমধ্যেই একাধিক 5G ফোন বাজারে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে যেমন কিছু প্রিমিয়াম ফোন আছে। তেমনই আছে কিছু সস্তার ফোন।
গ্রাহকরা নিজেদের সুবিধা মতো বেছে নিতে পারবেন। আপনিও কি এই কোম্পানির 5G ফোন কেনার কথা ভাবছেন? তাহলে দেখুন কোন 5 টিকে পছন্দের তালিকায় রাখবেন।
এই ফোনটি এই বছরের Vivo কোম্পানির Flagship ফোন। এখানে 5G সাপোর্ট সহ আছে MediaTek Dimensity 9200 প্রসেসর। এখানে 7900 Mbps ডাউনলোড স্পিড এবং 4200 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50.3 মেগাপিক্সেলের সেন্সর সহ 50 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর।
120 HZ Full HD AMOLED ডিসপ্লে আছে। 120W 4870 mAh ব্যাটারি আছে।
আরও পড়ুন: আগস্টেই আসছে OnePlus Fold, এই ফোন নিয়ে উন্মাদনার যে 5 কারণ না জানলেই নয়!
এই ফোনটি আগেরটির থেকে অনেক সস্তা। কিন্তু পারফরমেন্সের নিরিখে মোটেই দুর্বল নয়। এখানে 4700 Mbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। আছে 120 Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে। আছে 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
ট্রিপল রিয়ার ক্যামেরায় আছে 50, 8, 2 মেগাপিক্সেলের সেন্সর। 66W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600 mAh ব্যাটারি আছে এখানে।
এখানে আছে MediaTek Dimensity 900 প্রসেসর। এখানে 2700 Mbps ডাউনলোড স্পিড এবং 1250 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।
90 Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে রয়েছে এখানে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি রয়েছে। 25,000 -এর মধ্যে Vivo -এর 5G ফোন চাইলে এটা সেরা অপশন।
আরও পড়ুন: 200 MP ক্যামেরা নিয়ে মিড রেঞ্জের Realme 11 Pro সিরিজ লঞ্চ করল দেশে, দেখুন দাম সহ ফিচার
এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর। এখানে 2770 Mbps ডাউনলোড স্পিড এবং 1250 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে।
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি রয়েছে। 20,000 -এর মধ্যে এটা Vivo -এর অন্যতম ভালো 5G ফোন।
15,000 -এর মধ্যে বাজেট ফ্রেন্ডলি Vivo 5G ফোন চাইছেন? তালিকায় রাখুন এটি। এখানে আছে MediaTek Dimensity 1300 প্রসেসর।
এখানে 4700 Mbps ডাউনলোড স্পিড এবং 2500 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে। 90 Hz রিফ্রেশ রেট সহ একটি Full HD LCD ডিসপ্লে রয়েছে এখানে।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে।