2023-এর OnePlus-এর সেরা 5G ফোন খুঁজছেন? তালিকায় রাখুন OnePlus 11, Nord CE 3 Lite, সহ এগুলো

Updated on 09-Jun-2023
HIGHLIGHTS

ভারতে এখন OnePlus -এর তরফে একাধিক 5G ফোন অফার করা হয় থাকে

বিভিন্ন প্রাইস রেঞ্জের 5G ফোন পাবেন OnePlus এর

তালিকায় আছে OnePlus 11, OnePlus Nord CE 3 Lite

OnePlus- এর তরফে ভারতীয় বাজারে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের ফোন অফার করা হয়ে থাকে। এখানে যেমন OnePlus Nord CE 3 Lite -এর মতো বাজেট ফোন আছে, তেমনই OnePlus 11 -এর মতো প্রিমিয়াম ফোন আছে। একগুচ্ছ 5G ফোনও অফার করে থাকে এই কোম্পানি।

ভারতে এখন দ্রুত গতির সঙ্গে 5G পরিষেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আপনিও যদি এই সময় নতুন 5G ফোন কিনতে চান তাও OnePlus কোম্পানির একাধিক রেঞ্জের একাধিক ফোন পেয়ে যাবেন। এর মধ্যে নিজের বাজেট অনুযায়ী বেছে নিতে পারবেন কোনও একটি। তবে এই কোম্পানির সেরা 5G ফোন কোনটি ভাবছেন? দেখে নিন এই তালিকা। 

OnePlus এর সেরা 5G ফোন:

OnePlus 11 5G

এই কোম্পানির এটা তো সাম্প্রতিকতম Flagship ফোন। এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। এটি 18টি 5G ব্যান্ড সাপোর্ট করে। AnTuTu ওয়েবসাইটে এই ফোন 1,200,000 স্কোর করেছে।

এছাড়া এখানে আছে 6.7 ইঞ্চির Fluid AMOLED LTPO 3 ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট আছে কোয়াড HD+ রেজোলিউশন সহ। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 48 এবং 32 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে।

100W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এটার দাম শুরু হচ্ছে 56,999 টাকা থেকে। 

আরও পড়ুন: 200 MP ক্যামেরা নিয়ে মিড রেঞ্জের Realme 11 Pro সিরিজ লঞ্চ করল দেশে, দেখুন দাম সহ ফিচার

OnePlus 11R 5G

এই ফোনটিও এই বছরই লঞ্চ করেছে। এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে 16 GB RAM সহ। Antutu -তে এটি 8,38,309 স্কোর করেছে।

এখানে 6.74 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ। এটি n1/n3/n5/n8/n28A/n40/n41/n77/n78 এই 5G ব্যান্ড সাপোর্ট করে। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। এটির দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। 

OnePlus Nord CE 3 Lite 5G

20,000 টাকার মধ্যে ফোন চাইলে এটা আপনার পছন্দ হবেই। এখানে Qualcomm Snapdragon 695 প্রসেসর আছে 8 GB RAM সহ। Antutu -তে এটি 4,00,000 স্কোর করেছে।

এই ফোন 9টি 5G ব্যান্ড কভার করে। এছাড়া এই ফোনে আছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে সহ 120 HZ রিফ্রেশ রেট। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে এখানে।

67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। এটির দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। 

আরও পড়ুন: আগস্টেই আসছে OnePlus Fold, এই ফোন নিয়ে উন্মাদনার যে 5 কারণ না জানলেই নয়!

OnePlus 10T

এখানে 150W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4800 mAh ব্যাটারি আছে। 3D কুলিং সিস্টেম আছে এই ফোনে। এখানে 8টি 5G ব্যান্ড সাপোর্ট করে।

ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে। এই ফোনের দাম শুরু হচ্ছে 44,999 টাকা থেকে। 

OnePlus 10 Pro

এটি গত বছরের Flagship ফোন ছিল এই কোম্পানির। যদিও এখনও এর চাহিদা বেশ ভালই আছে বাজারে। এখানে ওয়্যারলেস চার্জিং সহ IP রেটিং, মেটাল বডি, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে।

Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 12 GB RAM। এখানে 16টা 5G ব্যান্ড সাপোর্ট করে।

80W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 50 এবং 8 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর। এটির দাম শুরু 55,999 টাকা থেকে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :