Motorola হল অন্যতম OEM যা ভারতে একদম শুরুর দিকে 5G স্মার্টফোন নিয়ে এসেছিল। 2018 সালে লঞ্চ হওয়া Moto Z3 ফোনটি এই কোম্পানির প্রথম 5G ফোন ছিল। তখনও দেশে 5G আসেনি কিন্তু এটা টেকনিক্যালি একটি 5G ফোন ছিল।
যাই হোক আপনি এই সময় দাঁড়িয়ে যদি Motorola কোম্পানির সেরা 5G ফোন কিনতে চান তাহলে এগুলো বেছে নিতে পারেন। দেখুন তালিকা।
Motorola Edge 30 Ultra ভারতের অন্যতম প্রিমিয়াম Moto ফোন। এখানে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে। এখানে 10000 MBPS ডাউনলোড স্পিড এবং 3670 MBPS আপলোড স্পিড পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি যা অ্যান্ড্রয়েড 13 -তে আপগ্রেড করা যাবে। এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 50 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা মিলবে। আছে 60 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: এক ঝটকায় 35,000 টাকা পর্যন্ত দাম কমল Xiaomi-এর 4 ফোনের! তালিকায় আছে কী কী?
125W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4610 mAh ব্যাটারি। এটির বেস মডেলের দাম 44,999 টাকা।
এখানে আছে Snapdragon 8 Gen 1 প্রসেসর। এখানে 10000 MBPS ডাউনলোড স্পিড এবং 3670 MBPS আপলোড স্পিড পাওয়া যাবে। দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে।
ফ্রন্ট ক্যামেরায় আছে 60 মেগাপিক্সেলের একটি সেন্সর। 68W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4800 mAh ব্যাটারি আছে। অ্যান্ড্রয়েড 12 এ-র সাহায্যে চলে এটি যা অ্যান্ড্রয়েড 13 -এ আপগ্রেড করা যাবে। এটির দাম 34,999 টাকা।
এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 8020 প্রসেসরের সাহায্যে। এখানে 4700 MBPS ডাউনলোড স্পিড এবং 2500 MBPS আপলোড স্পিড পাওয়া যাবে। 68W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4400 mAh ব্যাটারি আছে।
এখানে 50 এবং 13 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। 144 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। এটির দাম 29,999 টাকা।
আরও পড়ুন: 7000 টাকা সস্তা পাওয়া যাচ্ছে 64MP ক্যামেরা সহ Redmi-র 5G ফোন, জানুন নতুন দাম কত
এই ফোন পরিচালিত হয় Snapdragon 778G Plus -এর সাহায্যে। এখানে 144 Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে আছে। দুটো 50 এবং একটি 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4020 mAh ব্যাটারি আছে এখানে। এটির দাম 24,999 টাকা।
এই ফোনটি এই তালিকার সব থেকে সস্তার ফোন দাম মাত্র 16,999 টাকা। এখানে MediaTek Dimensity 930 প্রসেসর পাবেন। এটি চলে অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে।
50 এবং 18 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।