গত বছরের অক্টোবর মাসেই দেশে চালু হয়ে গিয়েছে 5G পরিষেবা। এবং ভারতের বিভিন্ন প্রান্তেই এই পঞ্চম জেনারেশনের পরিষেবা পৌঁছে গেছে। ফলে পরিষেবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে 5G ফোনের চাহিদাও।
তবে কেবল 5G পরিষেবা পেলেই তো হবে না চাই স্মুদ পারফরমেন্স। এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর। তাই আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে আপনি এই দামে এমন একাধিক 5G ফোন পাবেন যেখানে আছে Snapdragon -এর শক্তিশালী প্রসেসর।
এই ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 750G প্রসেসরের সাহায্যে। এখানে 500 mAh ব্যাটারি আছে। গ্রাহকরা এই ফোনে পাবেন 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
IQOO -এর এই ফোনটি চলে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি Full HD+ ডিসপ্লে। এই ফোনে এই শক্তিশালী প্রসেসরের সঙ্গে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনটির দাম 13,999 টাকা। এই বাজেট ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরায় গ্রাহকরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Redmi Note 12 5G ফোনটির দাম 16,999 টাকা। এই বাজেট ফোনটির দাম এটা দিয়েই শুরু হচ্ছে। এখানে গ্রাহকরা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন, 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি। এখানে 33W ফাস্ট চার্জার পাবেন একটি। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে এই ফোনে।
OnePlus -এর এই ফোনটিও একটি 5G ফোন যা পরিচালিত হয় Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে। এখানে 33W সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে।
গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
এই ফোনটির দাম 18,960 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। Motorola -এর এই ফোনটিতে পেয়ে যাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখানে 6.4 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে পেয়ে যাবেন।