5G Phone With Snapdragon Processor: 20,000 টাকার মধ্যেই শক্তিশালী প্রসেসর সহ ফোন চান? বাছুন IQOO, Redmi সহ এই এগুলো

5G Phone With Snapdragon Processor: 20,000 টাকার মধ্যেই শক্তিশালী প্রসেসর সহ ফোন চান? বাছুন IQOO, Redmi সহ এই এগুলো
HIGHLIGHTS

দেশে 5G পরিষেবা চালু হয়েছে বহুদিন আগেই

দেশের বাজারে তাই 5G বাজেট ফোনের রমরমা

5G ফোনের সঙ্গে শক্তিশালী প্রসেসর চাই চাই, তাই বেছে নিন এই ফোনগুলো, পাবেন Snapdragon প্রসেসর

গত বছরের অক্টোবর মাসেই দেশে চালু হয়ে গিয়েছে 5G পরিষেবা। এবং ভারতের বিভিন্ন প্রান্তেই এই পঞ্চম জেনারেশনের পরিষেবা পৌঁছে গেছে। ফলে পরিষেবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে 5G ফোনের চাহিদাও।

তবে কেবল 5G পরিষেবা পেলেই তো হবে না চাই স্মুদ পারফরমেন্স। এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর। তাই আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে আপনি এই দামে এমন একাধিক 5G ফোন পাবেন যেখানে আছে Snapdragon -এর শক্তিশালী প্রসেসর। 

20,000 এর মধ্যে 5G ফোন যেখানে Snapdragon প্রসেসর আছে-

Samsung Galaxy F23 5G

এই ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 750G প্রসেসরের সাহায্যে। এখানে 500 mAh ব্যাটারি আছে। গ্রাহকরা এই ফোনে পাবেন 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

IQOO Z6 Lite 5G

IQOO -এর এই ফোনটি চলে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি Full HD+ ডিসপ্লে। এই ফোনে এই শক্তিশালী প্রসেসরের সঙ্গে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 

আরও পড়ুন: IQOO Neo 7 Pro Features Leaked: লঞ্চের আগেই Antutu ওয়েবসাইটে ফাঁস তথ্য! Snapdragon প্রসেসর নিয়ে আসবে IQOO-এর এই ফোন?

এই ফোনটির দাম 13,999 টাকা। এই বাজেট ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি ক্যামেরায় গ্রাহকরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

Redmi Note 12 5G

Redmi Note 12 5G ফোনটির দাম 16,999 টাকা। এই বাজেট ফোনটির দাম এটা দিয়েই শুরু হচ্ছে। এখানে গ্রাহকরা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন, 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। 

এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি। এখানে 33W ফাস্ট চার্জার পাবেন একটি। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে এই ফোনে। 

Best 5G Phone With Snapdragon Processor under 20,000

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus -এর এই ফোনটিও একটি 5G ফোন যা পরিচালিত হয় Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে। এখানে 33W সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে। 

গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 

আরও পড়ুন: Best Camera Phones Under 20,000: বাজেটের মধ্যে সেরা ক্যামেরা ফোন চান? ফটোগ্রাফির জন্য বাছুন IQOO, Redmi সহ এইগুলো

Motorola Moto G71 5G

এই ফোনটির দাম 18,960 টাকা। এখানে আছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। Motorola -এর এই ফোনটিতে পেয়ে যাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখানে 6.4 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে পেয়ে যাবেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo