দেশে গত বছরই 5G পরিষেবা লঞ্চ করে গিয়েছে। ফলে এই দুরন্ত গতির পরিষেবা ব্যবহার করার জন্য 5G ফোনের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আপনিও যদি এই পঞ্চম জেনারেশনের পরিষেবা ব্যবহার করতে চান তাহলে দেখুন কোন কোন ফোন আপনি সস্তায় কিনতে পারবেন অথচ পরিষেবা পাবেন দুর্দান্ত।
এই ফোনে 5G কানেকটিভিটি আছে। এখানে স্লিক ডিজাইন সহ দারুন ক্যামেরা পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ AI ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। সঙ্গে শক্তিশালী 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে।
6 GB RAM, 5 GB ভার্চুয়াল RAM আছে এই ফোনে, সঙ্গে 128 GB ইন্টারনাল স্টোরেজ তো পাবেনই। ফলে এটা মাল্টি টাস্কিং এর জন্য আদর্শ একেবারে। MediaTek Dimensity এর সাহায্যে চলে এটি। 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। 11,999 টাকায় কেনা যাবে এই ফোন।
এখানে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাবেন। 65W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এই ফোনের ক্যামেরা এত ভাল যে দুর্দান্ত ফটোগ্রাফি করা যায় এর সাহায্যে।
এখানে 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ। ফলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি এই ফোনে কাজ করতে পারবেন। এছাড়া এখানে আছে শক্তিশালী Snapdragon 695 প্রসেসর। এটার দাম 19,999 টাকা।
এই ফোনে 6 GB RAM আছে যা 12 GB পর্যন্ত বাড়ানো যাবে। ফলে আপনি এটার সাহায্যে দুর্দান্ত ভাবে স্মুদলি কাজ করতে পারবেন। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।
Exynos 1330 প্রসেসরের সাহায্যে চলে এটি। ফলে মাল্টি টাস্কিং সহজেই করা যায় এই ফোনের সাহায্যে। এখানে 6000 mAh ব্যাটারি আছে যা একবার চার্জ দিলে 58 ঘণ্টার টক টাইম এবং 25 ঘণ্টার ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন নিরবিচ্ছিন্ন ভাবে।
এখানে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। এটির দাম পড়বে 14,990 টাকা।
এটি ভীষণ পাতলা একটি ফোন। এখানে 5000 mAh ব্যাটারি আছে। 8.2 দিনের মিউজিক প্লেব্যাক টাইম পাবেন এক চার্জে। 34 ঘণ্টা কথা বলতে পারবেন।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে এখানে। পাবেন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
এটি Qualcomm Snapdragon 4 প্রসেসরের সাহায্যে চলে। দাম 16,990 টাকা।
আরও পড়ুন: JioPhone 5G Leaked Images: জিওর 5G ফোনের প্রথম ছবি ফাঁস অনলাইনে, দাম 10,000-এর মধ্যেই?
এই ফোনে দুর্ধর্ষ অভিজ্ঞতা পাবেন। 144 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। Dolby ভিশনের সুবিধা পাবেন এই ফোনে।
ফলে সবই যদি ফোনেই OTT কনটেন্ট দেখতে চান একদম সিনেমাটিক অভিজ্ঞতা হবে। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5080 mAh ব্যাটারি আছে।
এটি চলে MediaTek Dimensity 8100 প্রসেসরের সাহায্যে। এই ফোনের দাম পড়বে 20,999 টাকা।