বাজারে গত কয়েক মাসে একাধিক 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ফিচার সহ একটি 5জি ফোন কিনতে চান, তবে এই খবর আপনার জন্য। আমরা এখানে 10 হাজার টাকার কম দামে আসা কিছু দুর্দান্ত স্মার্টফোনের বিষয় বলবো। এই স্মার্টফোনে দুর্দান্ত বেস্ট-ইন-ক্লাস ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসর পাওয়া যাবে। এই ফোনের তালিকায় Motorola, Realme, Vivo এবং Infinix ফোন রয়েছে।
মোটোরোলা মোটো জি35 5জি ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। মোটোরোলার এই 5জি ফোনের দাম 9999 টাকা। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ এর UFS 2.2 স্টোরেজ কেনা যাবে। প্রসেসর হিসেবে ফোনে Unisoc T760 দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে 6.72-ইঞ্চি সহ আসে, এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 50MP মেইন ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছ যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Jio এর 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা, আনলিমিটেড 5G সহ একগুচ্ছ অফার, জানুন দাম কত
রিয়েলমি সি63 ফোনে 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন ডাইনামিক রিফ্রেশ রেট 120Hz এবং 625 নিট পিক ব্রাইটনেস সহ আসে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm প্রসেসরে কাজ করে। রিয়েলমি সি63 ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 10W কুইক চার্জিং সাপোর্ট করে।
ইনফিনিক্স হট 50 5জি ফোনটি 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 1600 x720 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে। ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 48MP Sony IMX582 প্রাইমারি সেন্সর এবং ডেপথ সেন্সর এবং ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভিভো টি3 লাইট 5জি ফোনে 6.56-ইঞ্চি HD+LCD ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট এবং 840 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো টি3 লাইট 5জি ফোনে ডুয়াল ক্যামেরা রয়েছে যা 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2MP ডেপথ সেন্সর সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme 14x 5G, IP69 রেটিং সহ প্রথম বাজেট ফোন