আজকাল ফোন কিনতে গিয়ে সবাই যে কটি জিনিসের দিকে বিশেষ নজর দেন তার মধ্যে অন্যতম হল ব্যাটারি। যতই ভালো ফিচার থাক ব্যাটারি ভাল না হলে সবই বেকার। এক চার্জে সারাদিন চলবে এমন ব্যাটারি খুঁজলে বেছে নিন এই 6 ফোন। দেখুন তালিকা।
এই ফোনে গ্রাহকরা পাবেন 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। 3 GB RAM সহ অকটা কোর প্রসেসরের সাহায্যে চলে এটিজ এখানে এক চার্জে সারাদিনের ব্যাটারি ব্যাক আপ মিলবে। মাল্টি টাস্কিং সহ গেমিং এর জন্য ফোন চাইলে এটা আপনার আদর্শ বাজেট ফোন।
এখানে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আছে। সঙ্গে পাবেন HD কোয়ালিটির 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে। 32 GB ইন্টারনাল স্টোরেজ এবং Unisoc T612 প্রসেসর পেয়ে যাবেন এখানে। এটির দাম Amazon -এ এখন মাত্র 6,999 টাকা।
এই ফোনে আপনি যদি একবার ফুল চার্জ দিয়ে নেন তাহলে এটার সাহায্যে আপনার গোটা দিন কেটে যাবে। হ্যাঁ, সারাদিনে একবার চার্জ দিলেই হবে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি।
64 GB ইন্টারনাল স্টোরেজ থাকলেও এটি 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। তবে এই ফোন 4G পরিষেবা সাপোর্ট করে কেবল।
এখানে ব্যবহারকারীরা দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আছে 4 GB RAM। এই ফোন এখন Amazon থেকে মাত্র 7,299 টাকায় কিনুন।
এই ফোনে থাকা 5000 mAh ব্যাটারি এক চার্জে আপনাকে এক টানা 22 ঘণ্টা পর্যন্ত ইউটিউব দেখতে দেবে। সঙ্গে গেম খেলতে চাইলে টানা 12.5 ঘণ্টা পাবেন এক চার্জেই। এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 22.5W ফাস্ট চার্জার আছে।
MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন, আছে 6 GB RAM। ফলে আপনি সহজেই এখানে মাল্টি টাস্কিং করতে পারবেন। এছাড়া 6.58 ইঞ্চির একটি LCD ডিসপ্লে পাবেন যেখানে আছে 90 Hz রিফ্রেশ রেট।
7টি ব্যান্ডের 5G সাপোর্ট করে এটি। এটি এখন 14,999 টাকায় Amazon থেকে কেনা যাচ্ছে।
Qualcomm Snapdragon 732G প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে পাবেন 6 GB RAM। ফলে বুঝতেই পারছেন এখানে আপনি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাবেন। 64 GB ইন্টারনাল স্টোরেজ থাকলেও সেটা 512 GB পর্যন্ত বাড়ানো সম্ভব।
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে নজরকাড়া ছবি তোলা যাবে, অল্প আলোতে ভাল ছবি তোলা সম্ভব। তবে এই ফোন কেবল 4G সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 10 -এর সাপোর্ট আছে এখানে। 2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে পাবেন। Amazon এ এখন এটির দাম 14,999 টাকা।
Exynos 9611 প্রসেসর সহ 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ফোনে। তবে স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। অল্প আলোতে ছবি দারুন তোলার জন্য আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা।
মাল্টি টাস্কিং বিশেষ এই ফোনে গোরিলা গ্লাস আছে সুরক্ষার জন্য। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস লকের সুবিধা পাবেন এখানে। 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ অ্যান্ড্রয়েড 10 আছে এই ফোনে।
এই ফোনও কেবল 4G সাপোর্ট করে। 17,999 টাকায় Amazon -এ উপলব্ধ আছে এটি।
33 সুপার Vooc চার্জার পাবেন এই ফোনে, সঙ্গে 5000 mAh ব্যাটারি তো আছেই। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন এখানে ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলার জন্য।
ডুয়াল স্টিরিও স্পিকার উপলব্ধ আছে এখানে। 6.56 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
এটিও একটি মাল্টি টাস্কিং ফোন যা এক চার্জে সারাদিন চলতে পারে। এটির দাম 18,999 টাকা।