Flipkart -এ শুরু হতে যাচ্ছে আবার একটি নতুন সেল। এই E-commerce সাইটের তরফে Flipkart Big Saving Days Sale -এর বিষয়ে ঘোষণা করা হয়েছে। এটি 4 মে দুপুর 12টা থেকে শুরু হবে।
Flipkart -এর সেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টের উপর ছাড় পেয়ে যাবেন। এর মধ্যে আছে একাধিক স্মার্টফোন যা সব থেকে কম দামে এই সেলেই কিনতে পারবেন। দেখুন কোন কোন ফোনে ছাড় পাবেন এই সেলে।
1. Apple -এর iPhone 13 এর উপর এই সেলে ফাটাফাটি অফার থাকতে পারে। কত ছাড় পাওয়া যাবে এই ফোনে সেটা জানা না গেলেও এটা জানা গিয়েছে যে এই ফোন অন্যান্য সময়ের তুলনায় বেশ কমেই কেনা যাবে। এখানে OLED ডিসপ্লে সহ A15 বায়োনিক প্রসেসর, দুটো 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফেস আইডি, ইত্যাদির সুবিধা আছে।
2. Samsung Galaxy S21 FE 5G ফোনটির উপর ব্যাপক ছাড় মিলতে চলেছে এই সেলে। এছাড়া Samsung Z Flip 3 ফোনটির উপরেও এখানে ছাড় পাওয়া যাবে।
3. Google -এর ফোনের মধ্যে Pixel 6a এবং Pixel 7- এর উপর ফাটাফাটি ছাড় পাবেন গ্রাহকরা। Pixel 6a ফোনটি গ্রাহকরা 25,999 টাকায় কিনতে পারবেন। 44,999 টাকায় কেনা যাবে Pixel 7 ফোনটিকে।
4. Xiaomi -এর একাধিক ফোনে এই সেলে ছাড় পাবেন। এর মধ্যে আছে Poco X5 Pro, Poco C55, Redmi Note 12 Pro 5G।
Poco X5 Pro 5G ফোনটিকে 20,999 টাকায় কেনা যাবে অর্থাৎ বর্তমান দামের তুলনায় 2,000 টাকা কমে কেনা যাবে এই ফোন। এছাড়া Poco C55 ফোনটি এই সেল থেকে মাত্র 7,999 টাকায় কেনা যাবে। 21,749 টাকায় কেনা যাবে Redmi Note 12 Pro 5G।
5. 19,999 টাকায় কেনা যাবে Realme GT Neo 3T। এটির আসল দাম 22,999 টাকা।
এছাড়া Moto E13, Infinix Hot 20 5G, Realme C55, Realme 10 Pro Plus ফোনগুলোর উপর ছাড় পাওয়া যাবে। মে মাসের 4 তারিখ থেকে এই সেল শুরু হচ্ছে।
এছাড়া একাধিক ইলেকট্রনিক প্রোডাক্টে 80% পর্যন্ত ছাড় পেতে পারে। টিভি ইত্যাদির উপর 70% ছাড় পাওয়া যাবে।