ভারতের বাজারে এখন বিভিন্ন রেঞ্জের একাধিক ফোন হামেশাই লঞ্চ করছে। আপনি যদি বাজেট ফোন কিনতে চান তাও 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন একাধিক দুর্দান্ত অপশন। তালিকায় রাখুন Samsung Galaxy M14 5G, IQOO Z7, ইত্যাদিকে। 20,00 টাকা রেঞ্জর মধ্যে সেরা 5 ফোন কোনগুলো, কোনটার কত দাম, কেন কিনবেন দেখুন সমস্ত খুঁটিনাটি।
এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 920 প্রসেসরের সাহায্যে। এখানে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়। এটি Antutu ওয়েবসাইটে 479779 স্কোর করেছে।
দিনের আলোয় এই ফোনের সাহায্যে বেশ ভালো ছবি তোলা যায়। তবে কম আলোয় অত ভালো ছবি ওঠে না এই ফোনে। এই ফোনের সেলফি ক্যামেরা বেশ ভাল। ফলে 20,000 টাকার মধ্যে এই ফোনটি অন্যতম সেরা ফোন যার ওভার অল পারফরমেন্স বেশ ভাল।
এটির দাম 18,999 টাকা। এখানে আছে 4500 mAh ব্যাটারি, LED ফ্ল্যাশ, ইত্যাদির সুবিধা।
এই ফোনের ভাল দিক:
এই খুব পাতলা আর হালকা।
AMOLED ডিসপ্লে আছেন
সেলফি ক্যামেরা ভাল।
ভাল পারফরমেন্স।
আরও পড়ুন: Amazon-এ বাম্পার অফার 5G ফোনে! OnePlus, IQOO, সহ কীসে কীসে ছাড় আছে?
খারাপ দিক:
Funtouch OS গ্রাহকদের কনফিউজ করছে।
ডিজাইন অত ভাল নয়।
এখানে Exynos 1330 প্রসেসর আছে। 962 স্কোর করেছে এটা GeekBench -এর সিঙ্গেল কোর টেস্টে। ছবি তোলা, ভিডিও দেখা, কল করার জন্য ভীষণই আদর্শ এই ফোন। এই ফোনটি ভাল তবে IQOO Z7 -এর তুলনায় কম।
এটির দাম 14,990 টাকা। এখানে LED ফ্ল্যাশ, 6000 mAh ব্যাটারি আছে।
ভালো দিক ফোনের:
6000 mAh এর বিশাল ব্যাটারি।
5nm প্রসেসর।
90 Hz রিফ্রেশ রেট।
খারাপ দিক:
ফোনটি বেশ ভারী, প্রায় 200 গ্রামের বেশি ওজন।
1080p ভিডিও রেকর্ড করা যায় 30 fps এ।
আরও পড়ুন: Nothing Phone 2 থেকে OnePlus Nord 3 সহ এই বহু প্রতীক্ষিত ফোনগুলো লঞ্চ করবে জুনে
এই ফোনে Qualcomm Snapdragon 778G প্রসেসর আছে। এই ফোন Antutu ওয়েবসাইটে 5,00,000 -এর বেশি স্কোর করতে সক্ষম। এখানে 144 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। 1 ঘণ্টা 2 মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।
এটির দাম 17,999 টাকা। এখানে LED ফ্ল্যাশ, 5000 mAh ব্যাটারি আছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে।
ফোনের ভালো দিক:
শক্তিশালী প্রসেসর।
144 Hz রিফ্রেশ রেট।
ভাল ব্যাটারি লাইফ।
খারাপ দিক:
এখানে কোনও আল্ট্রা ওয়াইড শুটার নেই।
কোনও স্টিরিও স্পিকার নেই।
এখানে MediaTek Dimensity 930 প্রসেসর আছে। Antutu ওয়েবসাইটে এটি 418512 স্কোর করেছে। এটি একটি আদর্শ অল রাউন্ডার ফোন।
এখানে ডুয়াল সিম সাপোর্ট করে। আছে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা।
এটার দাম 18,999 টাকা। এখানে LED ফ্ল্যাশ, 5000 mAh ব্যাটারি আছে।
ফোনের ভাল দিক:
এই ফোনের ডিজাইন দারুন।
এই ফোনে একটি দারুন শক্তিশালী ব্যাটারি আছে।
খারাপ দিক:
কম আলোতে মোটেই ভাল ছবি তোলা যায় না।
এই ফোনের ডিসপ্লে অত ভাল না।
এই ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর আছে। অনেক ব্যবহারের পরেও এই ফোন চট করে গরম হয় না। বেশ স্মুদ পারফরমেন্স পাওয়া যায় এই ফোনে।
এটি Antutu ওয়েবসাইটে 400000- এর বেশি স্কোর করেছে। এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। ডুয়াল সিম সাপোর্ট করে এটি। 6.62 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ।
এই ফোনের দাম 18,999 টাকা। এখানে LED ফ্ল্যাশ, 4700 mAh ব্যাটারি আছে।