এক একজন মানুষ এক একরকমের মোবাইল ফোন চান। কেউ চান ভালো ক্যামেরা যুক্ত ফোন, কেউ চান লম্বা ব্যাটারি, আবার কেউ এমন ফোন চান যেখানে স্বচ্ছন্দে গেম খেলা যাবে। আর এই প্রবণতা মানুষের মধ্যে অনলাইন গেম আসার পর আরও বেড়ে গিয়েছে। PUBG থেকে BGMI এর মতো জনপ্রিয় খেলা ভারতে নিষিদ্ধ হয়ে গেলেও অনলাইন গেমের চাহিদা বা জনপ্রিয়তা কোনটাই ভারতে কমছে না। আর কোনও ফোনে স্বচ্ছন্দে গেম খেলতে চাইলে তাতে দুর্দান্ত প্রসেসর সহ দারুন ডিসপ্লে, ফাস্ট চার্জিং এই ব্যবস্থা থাকতেই হবে। আপনিও কি Best Gaming Phone কিনতে চান? তাহলে নজর রাখুন এই ফোনগুলোতে।
ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। গেম খেলার জন্য Realme GT সিরিজের ফোনগুলো অনবদ্য। যেন গেমারদের জন্যই এই ফোন আনা হয়েছে বাজারে। Realme GT Neo 3T ফোনে আছে ডুয়াল সিম সাপোর্ট সহ অ্যান্ড্রয়েড 12। এছাড়া গ্রাহকরা এই ফোনে 120 HZ রিফ্রেশ রেট সহ 6.62 ইঞ্চির একটি E4 AMOLED ডিসপ্লে। HDR 10+ সহ 1300 নিটস ব্রাইটনেস মিলবে এই ফোনে। ভেপার কুলিং টেকনোলজি সহ Snapdragon 870 প্রসেসর রয়েছে এই ফোনে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যদি এই ফোনের সাহায্যে অনেক ক্ষন ধরে গেম খেলেন তাতেও এই ফোন গরম হবে না। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। ট্রিপল ক্যামেরা আছে এই ফোনে, প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের সেন্সর। 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে এই ফোনে। সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।
এই ফোনে আছে 90 HZ রিফ্রেশ রেট এবং 180 HZ টাচ স্যাম্পলিং রেট সহ 6.44 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। MediaTek Dimensity 900 প্রসেসর আছে এই ফোনে। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। লিকুইড কুলিং সিস্টেম সহ গেম বুস্ট মোড রয়েছে এই ফোনে। এখানেও মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা, প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 44W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি আছে এই ফোনে। 27,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে চলে। 120 HZ রিফ্রেশ রেট এবং 360 HZ টাচ স্যাম্পলিং রেট সহ 6.62 ইঞ্চির একটি Full HD+ E4 AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। Snapdragon 870 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। মিলবে 12 GB পর্যন্ত RAM। 80W ফাস্ট চার্জিং এর সাপোর্ট সহ 4700mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এখানেও আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, প্রাইমারি ক্যামেরায় মিলবে 64 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। 29,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে।
144 Hz রিফ্রেশ রেট এবং 270 Hz টাচ স্যাম্পলিং রেট সহ 6.6 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে রয়েছে সঙ্গে মিলবে HDR 10+ এর সাপোর্ট। Octa Core MediaTek Dimensity 8100 প্রসেসর রয়েছে এই ফোনে যা সর্বাধিক 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে যুক্ত রয়েছে। এখানেও আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, প্রাইমারি ক্যামেরায় মিলবে 64 মেগাপিক্সেলের সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5080mAh ব্যাটারি আছে এই ফোনে। 23,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে।
144 Hz রিফ্রেশ রেট এবং HDR 10+ এর সাপোর্ট সহ 6.67 ইঞ্চির একটি POLED ডিসপ্লে আছে এই ফোনে। সর্বাধিক 1250 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। সুরক্ষার জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস কভার। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে এই ফোনে সঙ্গে আছে অ্যান্ড্রয়েড 12। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে সঙ্গে একটি 50 এবং একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 60 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। 125W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4610 mAh ব্যাটারি আছে। 5G, wifi 6e, ব্লুটুথ, ইত্যাদির সুবিধা মিলবে। এই ফোনের দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে।