আপনার 5,000 টাকার সেরা 4G স্মার্টফোনের অনুসন্ধান এখানে শেষ হচ্ছে

আপনার 5,000 টাকার সেরা 4G স্মার্টফোনের অনুসন্ধান এখানে শেষ হচ্ছে
HIGHLIGHTS

আমরা এখানে আপনাদের এমন কিছু 4G স্মার্টফোনের বিষয়ে বলব যা মাত্র 5,000 টাকায় আপনি পাবেন আর এই ফোন গুলি এই রেঞ্জের ফোনের মধ্যে সেরা

যবে থেকে বাজারে 4G পরিষেবা এসছে এবং তা জনপ্রিয়তা পেয়েছে সেই সময় থেকে বাজারে 4G স্মার্টফোনের চাহিদাও অনেক বেরেগেছে। তবে আগে 10,000 টাকা দামেই ভাল 4G স্মার্টফোন কিনতে পাওয়া যেত, কিন্তু সম্প্রতি বেশ কিছু কোম্পানি কিছু ভাল ডিভাইস সস্তায় নিয়ে এসেছে। আর এবার আমরা আপনাদের এমন কিছু 4G স্মার্টফোনের বিষয়ে বলব জার দাম মাত্র 5,000 টাকা। আর এই ফোন গুলি এই রেঞ্জের ফোনের মধ্যে সেরা।

Moto C

এই মোটোর ফোনটি 5000 টাকা দামের ফোনের মধ্যে একটি ভাল অপশান। এই ফোনটিতে 4G VoLTE ফিচারের সঙ্গে 1GB র‍্যাম, 8GB স্টোরেজ, 5MP’র রেয়ার ক্যামেরা আর 2MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটির ব্যাটারি 2350mAh। আর এটি অ্যান্ড্রয়েড 7.0তে কাজ করে।

Micromax Bharat 4

5000 টাকা দামের মধ্যে এই ফোনটিও কেনা যেতে পারে। এই ফোনটির র‍্যাম 3GB ইন্টারনাল স্টোরেজ 16GB। এই ফোনটিতে 5MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 2500mAh এর।

10.or D

এই ফোনটি সম্প্রতি বাজারে এসেছে। এই ফোনটিতে 5.2-ইঞ্চির ডিসপ্লের সঙ্গে স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2GB র‍্যামের সঙ্গে 16GB’র স্টোরেজ আছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনটিতে একটি 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Redmi 5A

এই ফোনটিও সম্প্রতি বাজারে এসেছে। এই ফোনটি একটি 4G VoLTE ফিচারের ফোন জার ডিসপ্লে 5-ইঞ্চির আর র‍্যাম 2GB ও স্টোরেজ 16GB’র। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3000mAhএর।

 

 

Xolo Era 1X Pro 

এই ফোনটিতে 5- ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 2GB র‍্যাম দেওয়া হয়েছে। এটি 16GB স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনের রেয়ার ক্যামেরা 8MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এই ফোনটিতে একটি 2500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo