বাজারে আসার আগেই লীক হলো সাওমি Mi নোট 2 প্রো এর তথ্য
খবর বলছে, এই নোট 2 প্রো ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের নয়া সংস্করণ Android 7.0 Nougat-এর সঙ্গে MIUI8৷ এছাড়া ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 821 প্রসেসর ও 8GB RAM৷
বহু প্রতিক্ষিত সাওমি Mi 5s আগামী ২৭ সেপ্টেম্বর চিনের জাতীয় কনভেনশন সেন্টারে আত্মপ্রকাশ করবে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ কিন্তু এর পাশাপাশি গুজব ছড়িয়েছে, সাওমি Mi নোট 2 ওই দিনেই বাজারে আসবে৷ যদিও সংস্থার পক্ষ থেকে এমন কিছু জানানো হয়নি৷ কিন্তু Mi নোট 2 নিয়েও একের পর এক তথ্য ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ পাশাপাশি এবার জানা গেল Mi নোট 2 প্রো এর খবরও৷
আরও দেখুন: পুজোর স্পেশাল এই অফার করবেন না একদম মিস, স্মার্টফোনে পাওয়া ৭৭% ছাড়!
Mi নোট 2 এর পরেই নাকি বাজারে আসবে এই সিরিজের পরবর্তী ফোন৷ তার মধ্যেই আবার নতুন সংযোজন এই ফোনের ফিচারস সংক্রান্ত তথ্য৷
খবর বলছে, এই নোট 2 প্রো ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের নয়া সংস্করণ Android 7.0 Nougat-এর সঙ্গে MIUI8৷ এছাড়া ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 821 প্রসেসর ও 8GB RAM৷
এখন অপেক্ষা সংস্থার পক্ষ থেকে এই ফোনগুলির বাজারে আসার আনুষ্ঠানিক ঘোষণা৷ তবেই জানা যাবে যে তথ্য ফাঁস হল তার নেপথ্যে কে বা কারা৷
আরও দেখুন: স্যামসং গ্যালাক্সি J7 প্রাইম ভারতে লঞ্চ, মূল্য Rs. 18,790
আরও দেখুন: মোটো E পাওয়ার স্মার্টফোন লঞ্চ, 5 ইঞ্চির HD ডিসপ্লে এবং 3500mAh ক্ষমতা ব্যাটারি যুক্ত
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile