NOKIA 7.2 ফোনটি গিকবেঞ্চে 6GB র‍্যামের সঙ্গে দেখা গেল

NOKIA 7.2 ফোনটি গিকবেঞ্চে 6GB র‍্যামের সঙ্গে দেখা গেল
HIGHLIGHTS

Nokia 7.2 ফোনটি গিগবেঞ্চে IFA 2019 য়ের আগে দেখা গেছে

এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই আর 6GB র‍্যামের সঙ্গে লিস্ট করা হয়েছে

Nokia 7.2 ফোনে হয়ত স্ন্যাপড্র্যাগন 660 বা 710 SoC থাকবে

নোকিয়া তাদের দুটি ফোন Nokia 6.2 আর Nokia 7.2 য়ের ওপরে কাজ করছে। আর এই সময়ে এই ফোন দুটি IFA 2-019 য়ে ঘোষনা করা হবে। তবে Nokia 7.2 ফোনটি গিকবেঞ্চে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে দেখা গেছে। আর এর সঙ্গে এই ফোনের কিছু স্পেক্সও রিভিল হয়েছে। আর এই লিস্টিং অনুসারে এই ফোনটি অক্টা কোর প্রসেসারের সঙ্গে আসবে যা হয়ত 6GB র‍্যামের ফোন হবে। আর এর সঙ্গে এই ফোনের প্রসেসারের বিষয়েও কিছু ইঙ্গিত পাওয়া গেছে। এই ফোনে সম্ভবত স্ন্যাপড্র্যাগন 660 SoC বা স্ন্যাপড্র্যাগন 710 SoC থাকতে পারে।

Nokia 7.2 ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 1604 আর মাল্টি কোরে 5821স্কোর করেছে। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে দেখা গেছে। আর এই ফোনের 6GB র‍্যাম ছাড়াও একটি 4GB র‍্যামের অপশান থাকতে পারে আর সঙ্গে 128GB র স্টোরেজ। আর এই ফোনটি হয়ত 6.18 ইঞ্চির IPC LCD ডিসপ্লে যুক্ত হবে যা 2340x1080p রেজিলিউশানের হবে। আর এই ফোনের ব্যাক সাইডে এর সঙ্গে 3500mAh য়ের ব্যাটারি কোয়াল্কম কুইক চার্জের সঙ্গে দেখা যেতে পারে।

আর Nokia 6.2 ফোনে হয়ত স্ন্যাপড্র্যাগন 660 SoC আর 4GB আর6GB র‍্যাম থাকতে পারে সঙ্গে 128GB স্টোরেজ। আর এই ফোনে একটি 6.18 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থকাতে পারে। আর এর সঙ্গে ফোনের ব্যাকে একটি 48MP র ক্যামেরা থাকার সম্ভবনা আছে। আর ফোনটি 3500mAh য়ের একটি কোয়াল্কম চার্জারের সঙ্গে আসতে পারে।

এর আগেই আমরা আপনাদের বলেছি যে IFA 2019 য়ে নোকিয়া একটি ইভেন্ট করবে আর সেখানে এই ফোনের বিষয়ে জানানো হবে বলে মনে করা হচ্ছে। আর কোম্পানি এই ইভেন্ট 5 সেপ্টেম্বর আঞ্চলিক সময় 4PM য়ে শুরু করবে। আর এর সঙ্গে আরও অনেক কোম্পানি IFA 2019 য়ে আসবে।

Digit.in
Logo
Digit.in
Logo