39,990 টাকায় 15 জুন Samsung Galaxy A80 ফোনটি লঞ্চ হতে পারে

39,990 টাকায় 15 জুন Samsung Galaxy A80 ফোনটি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

ফোনটির প্রাথমিক দাম হবে 39,990 টাকা

ফোনটি 15 জুন লঞ্চ হতে পারে

Samsung Galaxy A80 ফোনটি এই বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে লঞ্চ হয়েছে আর এই ফোনটির লেটেস্ট স্লাইডার মেকানিজামের সঙ্গে ট্রিপেল ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই ফোনটি মে মাসে লঞ্চ করা হবে কোম্পানি জানিয়েছিল। আর এবার 91Mobiles এর একটি রিপোর্ট অউসারে galaxy A80 ফোনটি 15 জুন ভারতে লঞ্চ করা হবে আর এর প্রাথমিক দাম হবে 39,990 টাকা।

Samsung Galaxy A80 ফোনটির স্পেসিফিকেশান

স্লাইড আউট ক্যামেরা যুক্ত স্যামসাং এর এই এজ টু এজ ডিসপ্লের ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনের রেজিলিউশান 1080x2400p আর এর অ্যাস্পেক্ট রেশিও 20:1।

ফোনটি অ্যালুমেনিয়াম কেস আর দু সাইডের গ্লাস দিয়ে তৈরি আর এই ফোনের রেয়ার প্যানেল পাতলা গ্রিপ যুক্ত।

Galaxy A80 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন  730 চিপসেট যুক্ত আর এই ফোনে আপনারা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক আছে। ফোনটিতে আল্ট্রা সোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে যা galaxy S10 ফোনেও দেখা গেছে।

আর আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে দেখি তবে এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন আর এই ফোনের সেকেন্ডারি ক্যামেরা 8MP । ফোনটিতে যে তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে যা 3D ToF ক্যামেরা যুক্ত। আর এই ফোনে ফ্রন্ট ক্যামেরা ফ্লিপ হিসাবে কাজ কারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo