Xiaomi ফেসবুকে Huawei র মোবাইল ফোন P30 সিরিজকে ট্রোল করেছে

Updated on 29-Mar-2019
HIGHLIGHTS

Apple আর Samsung স্মার্টফোন লঞ্চ হওয়ার পরে সোশাল মিডিয়াতে ট্রোল করার পরে এবার চিনা স্মার্টফোন কোম্পানি Xiaomi এরকমই সম্প্রতি Huawei র লঞ্চ হওয়া Huawei P30 সিরিজ লঞ্চ করার পরে করেছে

Apple আর Samsung স্মার্টফোন লঞ্চ হওয়ার পরে সোশাল মিডিয়াতে ট্রোল করার পরে এবার চিনা স্মার্টফোন কোম্পানি Xiaomi এরকমই সম্প্রতি Huawei র লঞ্চ হওয়া Huawei P30 সিরিজ লঞ্চ করার পরে করেছে। সম্প্রতি Huawei তাদের P সিরিজের দুটি ফোন P3 আর P30 Pro ফোন লঞ্চ করেছে। আর এই লঞ্চের লাইভ স্ট্রিমিং একটি স্ক্রিনশট ফেসবুকে Xioami শেয়ার করেছে আর এই ইভেন্টটি প্যারিসে হয়েছিল।

আর এই ফেসবুক পোস্টে লেখা ছিল যে এই ফোনটি আসলে আসার দরকার ছিল? মানে Xiaomi বলেছে যে Xiaomi MI 9 499 ইরোতে বিক্রি করা হচ্ছে, আর Huawei র এই P30 ফোনের দাম 799 ইরো।

Huawei P30 আর P30 Pro ফোন সম্প্রতি লঞ্চ করা হয়েছে। P30 স্মার্টফোনে 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে আর সেখানে P30 Pro তে 6.47 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই দুটির ডিসপ্লে রেজিলিউশান 2340×1080 পিক্সাল আর এটি একটি HD+ রেজিলিউশানের ফোন, আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর ফোনের ফুল স্ক্রিন অভিজ্ঞতার জন্য ফোনে ছোট ডিউড্রপ নচ দেওয়া হয়েছে।

দুটি ফোনেই Huawei র লেটেস্ট Kirin 980 SoC দেওয়া হয়েছে। আর এটি 7nm চিপসেট ডুয়াল NPU সাপোর্ট যুক্ত আর এমনটা আমরা এর আগে গত বছরের Mate 20 সিরিজে দেখেছি। P30 ফোনটি 6GB/8GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে আর সেখানে P30 Pro ফোনটি 8GB র‍্যাম আর 128GB/256GB/512Gbস্টোরেজের সঙ্গে এসেছে। P30 Pro ফোনে আপনারা 4,200mAh য়ের ব্যাটারি পাবেন যা 40 W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর আমরা যদি P30 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 3,650mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি 22.W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Huawei এই ফোন গুলি গ্রাফাইন ফিল্ম কুলিং সিস্টেমের সঙ্গে এনেছে আর এর ডিজাইন সহজে হেভি টাস্ক করতে পারে।

সুরক্ষার জন্য এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এই ডিভাইসে ফেস আনলক সিস্টেম আছে। আর কানেক্টিভিটিতে এই ফোনে ডুয়াল সিম কার্ড স্লট আছে আর যা VoLTE সাপোর্ট করে আর এই ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর EMUI 9.1 আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :