Asus Zenfone Max Pro M2 আর Zenfone Max M2 ভারতে লঞ্চ হল, এদের দাম আর স্পেসিফিকেশান জানুন

Asus Zenfone Max Pro M2 আর Zenfone Max M2 ভারতে লঞ্চ হল, এদের দাম আর স্পেসিফিকেশান জানুন
HIGHLIGHTS

আসুস Zenfone Max Pro M2 কে 12,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর সেখানে Zenfone Max M2 ফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা

ভারতে আজকে আসুস তাদের নতুন দুটি স্মার্টফোন Asus Zenfone Max Pro M2 আর Asus Zenfone Max M2 লঞ্চ করেছে। Max Pro M2 ফোনটি এক্রতি প্রিমিয়াম ডিভাইস আর এটি 6 গোরিলা গ্লাস প্রোটেকশান যুক্ত। আর কোম্পানি দাবি করেছে যে Max Pro M2 প্রথম সস্তার ফোন যা গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান যুক্ত। কোম্পানি এও বলেছে যে Asus Zenfone Max Pro M2 ফোনটি 2019 সালের জানুয়ারি মাসে অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পাবে।

Asus Zenfone Max Pro M2 আর Asus Zenfone Max M2 ফোন দুটির দাম

Asus Zenfone Max Pro M2 ফোনটির 3GB/32GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা আর সেখানে এই ফোনটির 4GB আর 6GB র‍্যাম  ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা আর 16,999 টাকা। Zenfone Max M2 ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 11,999 টাকা।

Asus Zenfone Max Pro M2 ফোনটির স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro M2 ফোনটি একই রকমের ডিজাইন যুক্ত। এই স্মার্টফোনটিতে 6.26 ইঞ্চির ফুল HD নচ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2280×1080 পিক্সাল। আর এই ডিভাইসটি অক্টা কোর 64 বিট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত আর এটি 14nm ফ্যাব্রিকেশান প্রসেস যুক্ত। আর এই ডিভাইসটি তিনটি ভেরিয়েন্টে এসেছে এই ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ্র সঙ্গে 4GB র‍্যাম আর 64Gb আর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। আর এই ফোনটি শুধু তিনটি প্রি লোডেড অ্যাপ ফেসবুক, ইন্সটাগ্রাম আর ফেসবুক মেসেঞ্জার যুক্ত। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি যুক্ত।

আর আমরা যদি এই ফোনটির ক্যামেরার ক্ষেত্রে এতে 12MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে 13MP র ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি LED ফ্ল্যাশ আছে। আর এই ডিভাইসের ওজন 175 গ্রাম আর আসুস দাবি করেছে যে এটি ড্রপ রেজিস্টেন্স যুক্ত ফোন। আর এই ডিভাইসে ফেস আনলকজ আর ফিঙ্গারপ্রিন্ট আনলকের ফিচার আছে। আর এই ফোনটি ডুয়াল সিম ডুয়াল VoLTE সাপোর্ট যুক্ত। আর এই ফোনটি ব্লু আর টাইটেনিয়াম দুটি কালারে কেনা যাবে।

Asus Zenfone Max M2 ফোনের স্পেসিফিকেশান

Asus Zenfone Max M2 ফোনটিতে 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর টপে নচ দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1520×720 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটি 64 বিট অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 যুক্ত আর এটি 14nm য়ের ফ্যাব্রিকেশানের সঙ্গে দেওয়া হয়েছে। ডিভাইসটিতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর এই ফোনের অন্য ভেরিয়েন্টটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। আর ক্যামেরার ক্ষেত্রে Asus Zenfone Max M2 র ব্যাকে 13আর 2 মেগাপিক্সালের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর সেখানে এই ফোনের ফ্রন্টে 13 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে একটি 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে হেডফোন জ্যাকের সঙ্গে মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি ব্লু আর ব্ল্যাক কালারে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo