Asus ZenFone AR 8GB র‍্যামের সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

Asus ZenFone AR 8GB র‍্যামের সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Asus ZenFone AR, ট্যাঙ্গো আর ডেড্রিম ফিচার্স সাপোর্ট করে

Asus ZenFone AR কে 8GB র‍্যামের সঙ্গে CES 2017 তে লঞ্চ করা হয়েছিল। এবার আসা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে। আসলে কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্টে এই ফোনের টিজার দিয়েছে।

Asus ZenFone AR এর ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনের ডিসপ্লে 5.7 ইঞ্চির WQHD সুপার AMOLED যুক্ত। এর রেজিলিউশন 2560x1440p। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসে 8GB র‍্যাম আছে আর এর ইন্টারনাল স্টোরেজ 32 থেকে 256GB অব্দি।

এই ডিভাইসের র‍্যামে 6GB’র ভেরিয়েন্টও আছে। এই স্মার্টফোনটি 23 মেগাপিক্সাল Sony IMX318 রেয়ার ক্যামেরা যুক্ত। এই ক্যামেরাটি TriTech আর অটোফোকাস সিস্টেম, ডুয়াল PDAF, রেকর্ড জেনারেশান লেজার ফোকাস আর কেনেক্টিভিটি ফোকাস ফিচার যুক্ত। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে।

এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের। এই ডিভাইসের ব্যাটারি 3,300mAhএর। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এছাড়া ভাল আউটপুটের জন্য এতে 5 ম্যাগনেট যুক্ত স্পিকার দেওয়া হয়েছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo