digit zero1 awards

আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 মোবাইল ফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ করবে

আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 মোবাইল ফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ করবে
HIGHLIGHTS

মনে করা হচ্ছে যে আসুসের এই পরবর্তী ফোনটির টপ ভেরিয়েন্টে আপনারা রেয়ার প্যানেলে ট্রিপেল ক্যামেরা সেটআপ পেতে পারেন

আপনারা জানেন যে Xioami Redmi Note 5 Pro মোবাইল ফোনটিকে ভারতের বাজারে প্রতিযোগিতা দেওয়ার জন্য Asus য়ের তরফে Asus Zenfon Max Pro M1 ফোনটি এই বছরের এপ্রিলে লঞ্চ করা হয়েছিল। আর এটি একটি ভাল বাজেট/মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে এসেছিল আর যা সাওমিকে প্রতিযোগিতা দিতে পেরেছিল। আর আপনাদের বলে রাখি যে Asus Zenfone Max Pro Ma মোবাইল ফোনটি প্রায় 1 মিলিয়ান ইউনিট কোম্পানি বিক্রি করেছে।

Asus Zenfone Mx Pro M2 ফোনে ট্রিপেল ক্যামেরা থাকবে?

আপনাদের বলে রাখি যে লিপস্টার Roland Quandt একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 লঞ্চ কড়তে পারে। আর এই ফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর আমরা যদি এর আগের লিক দেখি তবে আপনাদের বলে রাখি যে ZB634KL আসসুস জেনফোন ম্যাক্স প্রো M2 র বেশ কটি ভেরিয়েন্ট আসবে। আর এছাড়া এই লিস্টারের মাধ্যমে এও জানা গেছে যে এর অন্য দুটি মডেলের নাম ZB634KL আর ZB631KL। আর এই দুটি ভেরিয়েন্টে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। আর এর সঙ্গে এর অন্য দুটি ভেরিয়েন্টে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।

Asus Zenfone Max Pro M1 য়ের স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro M1 ফোনটিতে আপনারা একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে 2180×1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে আসবে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3Gb র‍্যাম আর 32GB স্টোরেজ ছাড়া 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর এতে একটি 13 মেগাপিক্সালের আর একটি 5 মেগাপিক্সালের ডুয়াল সেন্সার দেওয়া হেয়ছে আর এর সঙ্গে এই ফোনে একটি 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি LED ফ্ল্যাশ আছে আর এর সঙ্গে এর ফ্রন্টে একটি সফট ফ্ল্যাশ আছে। আর এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট আছে আর এছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 Oreo আর 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ ওপরের ছবিটি একটি কাল্পনিক ছবি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo