তাইওয়ানের কোম্পানি আসুস এপ্রিল মাসে তাদের Zenfone Max Pro M1 ফোনটি লঞ্চ করেছিল। আর এর দাম 15,000 টাকা। আর এই ফোনটি এবার ব্লু ভেরিয়েন্টে লঞ্চ করা হল।
নতুন কালার ছাড়া এই ফোনের ফিচার্স আর স্পেক্স একই। Zenfone Max Pro M1 ফোনের সব ভেরিয়েন্টই এই কালারে পাওয়া যাবে। কোম্পাই অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ড হোল্ডার্সরা 5% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাবে আর ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে EMI পেমেন্ট করলে ইউজার্সরা 5% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাবেন। আর এই অফার 31 আগস্ট 2018 পর্যন্ত পাওয়া যাবে।
আমরা এই ফোনের দামের দিকটি যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 3GB/32GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। আর এই ফোনের 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। আর এই ফোনে একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার যুক্ত আর এই ফোনের প্রিমিয়াম মডেলটিকে কোম্পানি 6GB/64GB তে লঞ্চ করেছে যার দাম 14,999 টাকা।
Asus Zenfone Max Pro M1 ফোনের স্পেক্সের ক্ষেত্রে এই ফোনে একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যান 636 প্রসেসার আছে। এই একই প্রসেসার Redmi Note 5 Pro ফোনেও আছে।
এই ফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ আছে 13+5 মেগাপিক্সাল ডুয়াল ক্যাম্বরা (6GB ভেরিয়েন্টে 16 মেগাপিক্সাল) আর এই ফোনের ফ্রন্টে 8MP( 6GB ভেরিয়েন্টে 16MP) ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo যুক্ত।