Asus Zenfone AR স্মার্টফোনটি 14 জুন লঞ্চ হবে
ভারতে এটি আগস্ট মাস নাগাদ লঞ্চ হবে বলে আসা করা হচ্ছে
তাইওয়ানের কোম্পানি asus এর স্মার্টফোন Zenfone AR, 14 জুন লঞ্চ করা হবে। কোম্পানি লঞ্চিং এর জন্য অনলাইন ইনভিটেশন পাঠিয়ে দিয়েছে। এই লঞ্চিং ইভেন্টটি তাইওয়ানে হবে।
সবার আগে এই স্মার্টফোনটি তাইওয়ানে পাওয়া যাবে। ভারতে এটি আগস্ট মাস নাগাদ লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। এই স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।
এই স্মার্টফোনটিতে 5.7 ইঞ্চির WQHD সুপার AMOLED ডিসপ্লে আছে যার রেজিলিউশন 2560x1440p। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসে 8GB র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ 32 GB থেকে 256GB অব্দি হবে।
এই ডিভাইসে 6GB র্যামের ভেরিয়েন্টও আছে। এই স্মার্টফোনটি 23 মেগাপিক্সাল Sony IMX318 রেয়ার ক্যামেরা যুক্ত। এই ক্যামেরাটি TriTech আর অটোফোকাস সিস্টেম, ডুয়াল PDAF, সেকেন্ড জেনারেশন লেজার ফোকাস আর কন্টিনিউয়াস ফোকাস ফিচার যুক্ত। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে।