Asus ZenFone AR ফোনটিতে ট্যাঙ্গো আর ডেড্রিম ফিচার্সের সাপোর্ট আছে
Asus ZenFone AR সম্ভবত 13 জুলাই ভারতে লঞ্চ হবে। একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটিকে CES 2017 তে প্রথমে লঞ্চ করেছিল।
Asus ZenFone AR ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.7 ইঞ্চির WQHD সুপার AMOLED ডিসপ্লে আছে যার রেজিলিউশন 2560x1440p। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসের র্যাম 8GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32 থেকে 256GB অব্দি।
এই ডিভাইসটির র্যামের জন্য 6GB ভেরিয়েন্টও আছে। এই স্মার্টফোনটি 23 মেগাপিক্সাল Sony IMX318 রেয়ার ক্যামেরা যুক্ত। এই ক্যামেরাটি TriTech আর অটোফোকাস সিস্টেম, ডুয়াল PDAF, রেকর্ড জেনারেশান লেজার ফোকাস আর কানেক্টিভিটি ফোকাস ফিচার যুক্ত। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে।
এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের। এই ডিভাইসের ব্যাটারি 3,300mAh এর। এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এছাড়া ভাল আউটপুটের জন্য এতে 5 ম্যাগনেট হুক্ত স্পিকারও আছে।