Asus ZenFone AR জুনের মাঝামাঝি থেকে কিনতে পাওয়া যাবে
কোম্পানি কম্পিউটেক্স 2017 তে এই বিষয়ে জানিয়েছে
চিনের ফোন কোম্পানি Asus তাদের স্মার্টফোন Asus ZenFone AR কে জিনের মাঝামাঝি সময় থেকে কিনতে পাওয়া যাবে। কোম্পানির CEO জেরি শেন এই খবরটি জানিয়েছেন। কোম্পানি কম্পিউটেক্স 2017 তে এই বিষয়ে জানিয়েছে।
এই স্মার্টফোনটিতে 5.7 ইঞ্চির WQHD সুপার AMOLED ডিসপ্লে আছে যার রেজিলিউশন 2560x1440p। এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসটিতে 8GB’র র্যাম আর 32 থেকে 256GB ইন্টারনাল স্টোরেজ আছে।
আর দেখুনঃ Nokia 3, 5 and 6 ভারতে জুন থেকে কেনা যাবে
এই ডিভাইসটিতে 6GB ভেরিয়েন্টের র্যাম পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে 23 মেগাপিক্সালের Sony IMX318 রেয়ার ক্যামেরা আছে। এই ক্যামেরাটি TriTech আর অটোফোকাস যুক্ত, এতে ডুয়াল PDAF, সেকেন্ড জেনারেশন লেজার ফোকাস আর কন্টিনিউয়াস ফোকাসের মতন ফিচার্স আছে।
এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের হবে, এই ডিভাইসের ব্যাটারি 3,300mAh এর। এতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে।
আর দেখুনঃ Panasonic Eluga I3 Mega 5.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে অনলাইনে দেখা গেছে