সদ্য লঞ্চ হওয়া এই Asus Zenfone 5Z স্মার্টফোনটি আজকে ফ্লিপকার্টে প্রথমবার কিনতে পাওয়া যাবে, সঙ্গে আছে রিলায়েন্স জিওর অফার
Asus Zenfone 5Z স্মার্টফোনটি তিনটি আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে মিডনাইট ব্লু আর মেটের সিলভার কালারে কেনা যাবে
সম্প্রতি ভারতে আসুস ইন্ডিয়া Asus Zenfone 5Z স্মার্টফোনটি লঞ্চ করেছে আর এবার এই ডিভাইসটি আজকে দুপুর 12টায় প্রথম সেলের জন্য ফ্লিপকার্টে আসতে চলেছে। এই ডিভাইসটি মিডনাইট ব্লু আর মেটের সিলভার কালারে কেনা যেতে পারে। আর এর দাম আর স্টোরেজের বিষয়ে আমরা যদি কথা বলি তবে দেখা যাবে যে এটি 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999টাকা আর এর 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999টাকা আর এর এর সঙ্গে এই ফোনটির আরও একটি ভেরিয়েন্ট যা 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 36,999টাকা।
মনে করা হচ্ছে যে Asus Zenfone 5Z স্মার্টফোনটি OnePlus য়ের লেটেস্ট স্মার্টফোন OnePlus6 কে করা প্রতিযোগিতা দেবে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কেনা যাবে। আর এটি আপনারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 3,000টাকার ইন্সট্যান্ট ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে। আর এছাড়া আপনারা জিওর তরফে 2,000টাকার ক্যাশব্যাক আর 100GB ডাটাও এক্সট্রা পাবেন। আর এই ডিভাইসটি আপনারা নো ক্সট মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পারবেন আর এর প্রাথমিক দাম হবে প্রতিমাসে 3,333টাকা। আর এছাড়া ফ্লিপকার্ট এই ডিভাইসটি আপনাকে 499টাকা দামের কমপ্লিট মোবাইল প্রোটেক্সান দেবে আর এর দাম 2,299টাকা।
আর আমরা যদি এই ফোনটির ফিচার্স আর স্পেক্সের বিষয়টি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে একটি 6.2ইঞ্চির FHD+ ডিসপ্লে এজ-টু-এজ নচ স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে, এটি 1080×2246পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই ফোনের ডিসপ্লের অ্যাস্পকেট রেশিও 19:9। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট যুক্ত। আর এই ফোনের 8GB র্যাম আর 256Gb স্টোরেজের সর্বাধিক ভেরিয়েন্টও লঞ্চ করা হয়েছে। ফোনটিতে হাইব্রিড ডুয়াল সিম স্লট দেওয়া হয়েছে।
আমরা আপনাদের আগেই বলেছি যে এই ডিভাইসে আপনারা ডুয়াল ক্যামেরা পাবেন। আর আপনাদের এটা বলে রাখি যে এতে আপনারা একটি 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা পাবেন আর এর 8মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 8মেগাপিক্সলাএর ক্যামেরা আছে। আর এছাড়া এতে একটি 3,300mAh য়ের ব্যাটারি আছে। আর এছাড়া এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত যা ZenUI নির্ভর। ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলক ফিচারও পাবেন।