তবে Zenfone 5 এর কিছু স্পেক্সের বিষয়ে জানা গেছে। যে গুলি অনুসারে Zenfone 5 ফোনটিতে অ্যালুমিনিয়াম বডি থাকবে। ফোনটির ডিসপ্লে 18:9অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে 5.7 ইঞ্চির ডিসপ্লে হবে। তবে, আপাতত এটি এখনও জানা যায়নি যে এটি কোন মডেল হবে।
এমনিতে মাইক্রো USBপোর্ট দেখে মনে হচ্ছে যে এটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নয়। তাও এই ফোনটির ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে বলে মনে হয় আর তা দেখে মনে হচ্ছে যে এটি কোন লো-এন্ড ফোনও হবেনা।
এর আগেও আসুস ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত ফোন লঞ্চ করেছে। তবে এই জেনারেশানে ২টি সেন্সার সাইড বাই সাইডের জায়গায় ভার্টিকালি অ্যারেঞ্জড থাকে। আর আপাতত এটি একটি টিজার মাত্র এই ফোনটি সবার সামনে আসতে আরও কিছু দিন দেরি আছে, আর এর পরেই জানা যাবে যে এই স্মার্টফোনটি আদতে কেমন।