3D ভেপার কুলিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হল Asus ROG Phone

3D ভেপার কুলিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হল Asus ROG Phone
HIGHLIGHTS

আসুস তাদের গেমিং স্মার্টফোন Asus ROG Phone লঞ্চ হয়ে গেল আর এটি বিশ্বের প্রথম এমন ফোন যা 3D ভেপার কুলিং সিস্টেম যুক্ত

স্মার্টফোন তৈরির কোম্পানি Asus ROG Phone ভারতে লঞ্চ করে দিয়েছে। আর আপনাদের বলে রাখি যে আসুস গেমিং ব্র্যান্ড রিপাব্লিক অফ গেমার্স (ROG) 2018 সালের জুন মাসে কম্পুটেক্স 2018 য়ের সময়ে নিজদের ROG ফোন নিয়ে এসেছিল। আর এই Asus ROG Phone স্মার্টফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এই যে এটি বিশ্বের প্রথম এমন ফোন যা 3D ভেপার কুলিং সিস্টেম ব্যাবহার করে করা হয়েছে। আর লঞ্চ ইভেন্টের সময়ে কোম্পানি ভারতের বাজারে Asus ROG Phone য়ের দাম, লঞ্চ অফার্স আর এটি কবে কোথা থেকে পাওয়া যাবে সেই বিষয়ে জানিয়েছে।

কোম্পানি এই ডিভাইসটির অ্যাক্সেসারিজের বিষয়ে জানিয়েছে, এই ফোনে প্রফেশানাল ডকের দাম 5,499 টাকা আর, জয় স্টিকের দাম 5,999 টাকা, টিনভিউ ডকের দাম 21,999 টাকা,ডেক্সটপ ডকের দাম 12,999 টাকা। আর এর সঙ্গে ROG ফোনটির কেসের দাম 2,499 টাকা। আর শুধু তাই না কোম্পানি জিও ইউজার্সদের 509 টাকার রিচার্জ করলে 4GB ডাটা আর 5,000 টাকার ক্যাশব্যাক দেবে।

ভারতে Asus ROG Phone য়ের দাম, এর লঞ্চ অফার্স আর অন্যান্য ডিটেলস

এই গেমিং ফোনটি 8GB র‍্যাম/128GB ইনবিল্ড স্টোরেজে ভারতের বাজারে 69,999 টাকায় পাওয়া যাবে। আর Asus ROG Phone টি এক্সক্লিউশিভ ভাবে ই-কমার্স সাইট Flipkart য়ে পাওয়া যাবে। এই হেডসেটটি ফ্লিপকার্টে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর লঞ্চ অফার্সের বিষয়ে যদি বলি তবে এই ফোনটি আপনারা 999 টাকার রিচার্জের সঙ্গে Flipkar কমপ্লিট মোবাইল প্রোটেকশান প্ল্যান দিচ্ছে। আর এর সঙ্গে কোম্পানি 6,9 আর 12 মাসের নো কস্ট EMI অফার করছে।

Asus ROG Phone য়ের স্পেসিফিকেশান

আসুসের এই স্মার্টফোনটি ROG গেমিং UI নির্ভর অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এতে 6 ইঞ্চির ফুল HD+(1080x2160P) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর স্পিডের জন্য এতে 2.96GHz Qualcomm Snapdragon 845 SoC প্রসেসার দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেন্সার আছে। এই ফোনটি কোয়াল্কম অ্যাড্রিনো 630 GPU যুক্ত। আর এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে রেয়ারে 12MP( Sony IMX363 sensor, f/1.7 অ্যাপার্চার) আর 8MP র(120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল) য়ের সেন্সার দেওয়া হয়েছে। আর ফ্রন্ট প্যানেলে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনের ব্যাটারি 4000mAh য়ের।

স্মার্টফোনটিতে কানেক্টিভিটি ফিচারে ওয়াই-ফাই 802.11a/b/g/n/ac/ad, ব্লুটুথ 5.0, AGPS, USB টাইপ C পোর্ট, NFC আর 3.5 mm য়ের জ্যাক দেওয়া হয়েছে। এক্সেলোমিটার, এম্বিয়েন্ট লাইট সেন্সার, কম্প্যাস, জায়েরোস্কোর, প্রক্সিমিটি সেন্সার আর আল্ট্রাসনিক এয়ারট্রিগার সেন্সার দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি 158.8×76.2×8.6 মিলিমিটার আর ওজন 200 গ্রাম। আর সিকিউরিটি ফিচারে এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর কোম্পানি দাবি করেছে যে এই ফোনটির ব্যাটারি 30 মিনিটে 60% পর্যন্ত চার্জ করা যায়।

Asus ROG Phone য়ের এক্সট্রা কুলিংয়ের জন্য AeroActibe Coller য়ের সঙ্গে Game Cool ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে ডেক্সটপ স্টাইল গেমিংয়ের জন্য Mobile Desktop Dock আর WiGig Dock য়ের সঙ্গে 60GHz Wi-Fi য়ের Gamevic controller দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo