Asus ROG Phone 8 Series: 24GB পর্যন্ত RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ বাজারে এন্ট্রি নিল নতুন গেমিং স্মার্টফোন
গেমিং স্মার্টফোন কোম্পানি Asus এর নতুন সিরিজ Asus ROG Phone 8 Series লঞ্চ হয়েছে
এই সিরিজের আওতায় ROG Phone 8 Pro এবং ROG Phone 8 আনা হয়েছে
কোম্পানির নতুন ROG সিরিজ কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে
গেমিং স্মার্টফোন কোম্পানি Asus এর নতুন সিরিজ Asus ROG Phone 8 Series লঞ্চ হয়েছে। এই সিরিজের আওতায় ROG Phone 8 Pro এবং ROG Phone 8 আনা হয়েছে। কোম্পানির নতুন ROG সিরিজ কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে।
মঙ্গলবার লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) ইভেন্টে আসুস তার গেমিং সেন্ট্রিক ROG ফোন 8 সিরিজ ঘোষণা করেছে।
আরও পড়ুন: Moto G34 5G India Launch: ভারতে লঞ্চ হল সস্তা 5G স্মার্টফোন, কম দামে চোখ ধাঁধানো ফিচার
আসুন আরওজি ফোন 8 সিরিজের স্মার্টফোনে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে, যা আপনার গেমিং অভিজ্ঞতা বাড়াবে। আরওজি ফোন 8 সিরিজে 165Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Asus ROG Phone 8 Pro, ROG Phone 8 এর দাম এবং বিক্রি
আসুস আরওজি ফোন 8 ফোনের 16GB/256GB ভ্যারিয়্যান্টের দাম $1,099 (প্রায় 91,000 টাকা) রাখা হয়েছে। আসুস আরওজি 8 প্রো ফোনের 16GB/512GB ভ্যারিয়্যান্টের দাম $1,199 (প্রায় 99,000 টাকা) এবং 24GB/1TB ভ্যারিয়্যান্টের দাম $1,499 (প্রায় 1,24,000 টাকা) রাখা হয়েছে।
আসুন আরওজি ফোন 8 ফ্যান্টম ব্ল্যাক এবং রেবেল গ্রে কালার অপশনে বিক্রি করা হবে। পাশাপাশি, আরওজি ফোন 8 প্রো সিঙ্গেল ফ্যান্টম ব্ল্যাক শেডে চালু করা হয়েছে।
Asus ROG Phone 8 Series ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন
আসুস আরওজি 8 সিরিজে 6.78 ইঞ্চি ফুল HD + Samsung AMOLED LTPO ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিন রেজোলিউশন 1080×2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট 165Hz দেওয়া। আরওজি ফোন 8 এর দুটি ডিভাইস কোয়ালকম Snapdragon 8 Gen 3 SoC প্রসেসরে কাজ করবে।
The ROG Phone 8 is here, and it's faster than ever.
— ROG Global (@ASUS_ROG) January 9, 2024
Here's everything you need to know about our latest gaming phone.
Read more👉 https://t.co/dq5Xwv1oId#ROGPhone8 #CES2024 #CES2024ROG pic.twitter.com/idNQYt6ewD
দুটি স্মার্টফোনে 12GB / 16GB / 24GB LPDDR5X RAM এবং 256GB / 512GB / 1TB (UFS 4.0) স্টোরেজ অফার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য লেটেস্ট সিরিজে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যা 3X জুম সহ আসে। ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর পাওয়া যাবে।
ফোনে পাওয়ার দিতে 65W হাইপার চার্জ ফাস্ট চার্জি , কুউক চার্জর এবং পিডি চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: iQOO Neo 9 লঞ্চের আগেই সস্তা হয়ে গেল IQOO Neo 7, জানুন নতুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile