Asus ROG Phone 7 সিরিজি ভারতে লঞ্চ, 16GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনে
ROG Phone 7 Series ভারতে লঞ্চ করা হয়েছে
এই সিরিজের আওতায় দুটি ফোন এসেছে: Asus ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate
এই সিরিজের Asus ROG Phone 7 ফোনের দামের কথা যদি বলি তবে এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে
Asus কোম্পানি অবশেষে ভারতে তার বহুপ্রতিক্ষিত স্মার্টফোন ROG Phone 7 Series লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের আওতায় কোম্পানি দুটি ফোন নিয়ে হাজির হয়েছে: Asus ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate। এই ফোনগুলি লঞ্চের আগে থেকেই অনলাইনে বেশ চর্চায় ছিল। ফোন সম্পর্কিত বেশ কয়েকটি লিক এবং রিপোর্ট সামনে এসেছিল। আসুস এর এই ফোনগুলি গেমিংয়ের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। কোম্পানির এই লেটেস্ট সিরিজ ROG Phone 6 এর আপগ্রেডেড ভার্সন, যা 2022 সালের জুলাই মাসে বাজারে লঞ্চ করা হয়েছিল। আসুন এই লেটেস্ট ROG Phone 7 সিরিজের বিষয় ডিটেলে জেনে নেওয়ায় যাক…
ভারতে Asus ROG Phone 7 Series এর কত দাম
Asus ROG Phone 7 ভারতে হাজির হয়ে গিয়েছে। এই সিরিজের Asus ROG Phone 7 ফোনের দামের কথা যদি বলি তবে এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের দাম 74,999 টাকা রাখা হয়েছে। এর পাশপাশি, এই সিরিজের হাই-এন্ড ভ্যারিয়্যান্ট ROG Phone 7 Ultimate ফোনটি 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ এর সাথে বাজারে আনা হয়েছে। এই ফোনটি 99,999 টাকায় বিক্রি করা হবে। সিরিজের এই দুটি ফোনই আগামী মাস অর্থাৎ মে মাস থেকে বিক্রি করা হবে।
Asus ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate দুটি ফোনই স্ট্রোম হোয়াইট কালার অপশনে কেনা যাবে। এছাড়া, সিরিজের বেস মডেলটি এক্সক্লুসিভ ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে বিক্রি করা হবে।
Launching the #ROGPhone7series a flagship gaming smartphone with the latest Qualcomm® Snapdragon® 8 Gen 2 Mobile Platform and a massive 6000 mAh split battery, this gaming legend equips you with invincible power and speed for long-lasting gameplay even after work happened.
— ASUS India (@ASUSIndia) April 13, 2023
Asus ROG Phone 7, Asus ROG Phone 7 Ultimate: স্পেসিফেকশন এবং ফিচার
Asus ROG Phone 7 সিরিজের এই দুটি মডেলেই 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 165Hz, রেজোলিউশন 2448 x 1080 এবং টাচ স্যাম্পলিং রেট 720Hz রয়েছে। দুটি ফোনই ডুয়াল ন্যানো সিম সাপোর্ট সহ আসে। ডিসপ্লের সাথে 1000 নিট এর ব্রাইটনেস এবং 395ppi পিক্সেল ডেন্সিটি দেওয়া। ফোনে Adreno 740 GPU সহ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। আসুস ROG Phone 7 Series-এ 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS4.0 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
Asus ROG Phone 7 সিরিজের ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে 50 মেগাপিক্সেল এর Sony IMX766 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স রয়েছে। দুটি স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে।
ফোনকে পাওয়ার দিতে দুটি ফোনই 65W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে। কানেক্টিভিটির অপশনে রয়েছে GPS, NFC, Bluetooth v5.3 এবং Wi-Fi সাপোর্ট। দুটি ফোনই Android 13 ভিত্তিক ROG UI এবং Zen UI তে কাজ করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile