এই অফারটি শুধু তারাই পাবে যারা আসুস ফোন 16 জুন বা 16 জুনের পরে কিনেছে। এই অফারটি অফলাইন আর অনলাইন দুটি জায়গা থেকেই কেনা আসুস স্মার্টফোনে পাওয়া যাবে। এর সঙ্গে ইউজার্সদের রিলায়েন্স জিও প্রাইম মেম্বার হতে হবে। এর পরে এই অফারটি Rs. 309 বা এর বেশি দামের 10টি রিচার্জে পাওয়া যাবে।
তবে এই অফারটি এখন আসুস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে না। অফারটি Zenfone Selfie, Zenfone Max, Zenfone Live, Zenfone Go 4.5 LTE, Zenfone Go 5.0 LTE, Zenfone Go 5.5 LTE এগুলির ওপর পাওয়া যাচ্ছে। আর এতে অ্যাডিশেনাল 3GB, 4G ডাটা পাওয়া যাবে।
অ্যাডিশেনাল ডাটা পাওয়ার জন্য ইউজার্সকে Zenfone 2, Zenfone 2 Laser, Zenfone 2 Laser 5.5, Zenfone 3S Max, Zenfone 3 Laser, Zenfone 3 Max 5.2 আর Zenfone 3 Max 5.5 এর মধ্যে যেকোন একটি ফোন নিতে হবে।
আপনি যদি 10GB অ্যাডিশেনাল 4G ডাটা পেতে চান তবে আপনাকে Asus Zenfone Zoom, Zenfone 3 Deluxe, Zenfone 3 Ultra, Zenfone 3 5.2 আর Zenfone 3 5.5’র মধ্যে থেকে কোন একটি ফোন নিতে হবে।
এই অফারটি শুধু 10টি রিচার্জে পাওয়া যাবে, যা 31মে 2018 অব্দি করা যাবে।