ভারতে XIAOMI MI A3 ফোনটি 23 আগস্ট লঞ্চ করা হবেঃ রিপোর্ট

Updated on 12-Aug-2019
HIGHLIGHTS

সাওমির Mi A3 ফোনটি ভারতে 23 আগস্ট আসতে পারে

Xiaomi Mi A3 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 চিপসেটের সঙ্গে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে

Smartpix য়ের নতুন রিপোর্ট অনুসারে সাওমির নতুন Xiaomi Mi A3 ফোনটি ভারতে 23 আগস্ট লঞ্চ হতে পারে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 চিপসেট আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে। এর আগের মতন Mi A3 অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস হবে আর এর গ্রাহকরা স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি অভিজ্ঞতা পাবেন।

Xiaomi MI A3, Xiaomi XX9e র অ্যান্ড্ররয়েড ওয়ান ভার্সান, এই ফোনটি সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে। আর এই ফোনে 6.1 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যা সুপার AMOLED ডিসপ্লে যুক্ত আর এই ফোনে এর সঙ্গে কর্কিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান থাকতে অয়ারে। আর এই ফোনে ট্রিপ্লে রেয়ার ক্যামেরাতে Sony IMX586 48MP ক্যামেরা f/1.8 অ্যাপার্চারারের আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 8MP র f/2.2 অ্যাপার্চার আর 2MP র f/2.4 অ্যাপার্চারের ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে একটি 32MP র f/2.0 অ্যাপার্চারের ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে আপনারা একটি 4030mAh য়ের ব্যাটারি পেতে পারেন। আর এই ফোনটি তিনটি রঙে ইউরোপে পাওয়া যায়,

Xiaomi MI2 একটি ভাল ফোন হিসাবেই পরিচিত আর এবার এই ফোনের নতুন বা আপগ্রেটেড ডিভাইসটি কেমন হয় তাই দেখার।

 

Connect On :