রিপোর্টঃ SAMSUNG GALAXY M10S ফোনটি গিকবেঞ্চে দেখা গেছে ফোনের স্টোরেজের বিষয়ে জানা গেছে

Updated on 13-Aug-2019
HIGHLIGHTS

Galaxy M10 ফোনের আপগ্রেটেড ভার্সান হিসাবে Galaxy M10S আসতে পারে

ফোনে এক্সিয়ন্স 7885 SoC থাকতে পারে

রিপোর্ট অউসারে সম্প্রতি একটি নতুন স্যামসাং ফোন গিকবেঞ্চে দেখা গেছে। এই নতুন ফোনটির নাম Galaxy M10s বলা হচ্ছে। স্যামসাং SM-M107F লিস্টিং থেকে আপকামিং ফোনের বিষয়ে কিছু জানা গেছে। এই লিস্টিং অনুসারে এই ফোনে এক্সিয়ন্স 7885 SoC আর 3GB র‍্যাম থাকতে পারে।

Samsung Galaxy M10s এর আগের ফোন স্যামসাং গ্যালাক্সি M 10 য়ের একটি আপগ্রেটেড ভার্সান হতে পারে। আর এই ফোনে 6.2 ইঞ্চির ইনফিনিটি V ডিসপ্লে আর এক্সিয়ন্স 7870 SoC থাকতে পারে। আর এর সঙ্গে ফোনে একটি 3,400mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এমনিতে এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কোম্পানির তরফে কিছু জানা জায়নি।

আপনাদের জানিয়ে রাখি যে এই গ্যালাক্সি M10s ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই নির্ভর ওয়ান UI ইন্টারফেসের সঙ্গে গিকবেঞ্চে লিস্ট করা হয়েছে। আর এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1217 আর মাল্টি কোর টেস্টে 3,324 স্কোর করেছে। লিস্টিং থেকে এই ফোনটি তাড়াতাড়ি আসবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy M10 ফোনের স্পেসিফিকেশান

গ্যালাক্সি M10 ফোনে আপনারা একটি 6.22 ইঞ্চির ইনফিনিটি -V TFT HD+ স্ক্রিন পাবেন। এই ফোনে এক্সিয়ন্স 7870 SoC আছে। আর ফোনটিতে 2GB র‍্যাম আর 3GB র‍্যাম দেওয়া হয়েছে। আর ফোনের স্টোরেজ যথাক্রমে 16GB আর 32GB র।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন যার মধ্যে একটি 13MP আর একটি 5MP র ক্যামেরা আর এই ফোনে আপনারা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার পাবেন। আর ফোনের ফ্রন্টে একটি 5MP র সেন্সার পাবেন। আর এই ফোনে আপনারা কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না।

Connect On :