নতুন এই স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে৷ এর বিষয় জেনে নেওয়া যাক, 4GB ব়্যাম বিশিষ্ট হওয়ায় ফোনটির হ্যাং হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে৷ এটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে৷ অর্থাৎ মেমরি কার্ডের যে প্রয়োজন হবে না, তা বলা যেতেই পারে৷ ফোনটির সামনে ও পিছনে রয়েছে ড্রাগনট্রায়াল গ্লাস৷ মডেলটি ওক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর বিশিষ্ট৷ ৫.৫ ফুল HD স্ক্রিনের স্মার্টফোনটিতে IPS ডিসপ্লে রয়েছে৷ অর্থাৎ যে কোনও দিক থেকে ফোনটিতে তোলা ছবি বা ভিডিওর রং একইরকম দেখতে লাগবে৷ ফ্যাকাসে হবে না৷ সেলফি তোলার জন্য রয়েছে স্ক্রিন ফ্ল্যাশযুক্ত ৮ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ আর রিয়ার ক্যামেরাটি ১৬ এমপি-র LED ফ্ল্যাশযুক্ত৷ ৩০০০mAh ব্যাটারি ব্যাক-আপযুক্ত এই হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও রয়েছে৷ দাম? একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে৷ ভারতের বাজারে এর দাম ১৫,০০০ টাকা৷
একই নামের আরও একটি ফোন আনছে আর্কোস মোবাইল কোম্পানিটি৷ আরেকটি ফোন 55 Diamond Selfie-র থেকে লাইট ভার্সনের৷ সেটিতে রয়েছে 3GB ও 16GB ইনবিল্ড স্টোরেজ৷ সেই মডেলটির দাম ১৩ হাজার ৫০০ টাকা৷ চলতি বছর অক্টোবর থেকে বাজারে মিলবে ফোনটি৷