iPhone ব্যবহারকারীরা এখন এক প্রকার হাপিত্যেশ করে বসে আছে iOS 17 -এর জন্য। এই OS -এর বিষয়ে WWDC 2023 ইভেন্টে ঘোষণা হবে যে। 5 জুন 2023 থেকে শুরু হচ্ছে WWDC।
Apple -এর এই বার্ষিক ইভেন্ট এবারেও অনলাইন অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত 10.3-0টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
এবারের এই সফটওয়্যার আপডেটে iPhone -এ খুব সম্ভবত নাইস টু হ্যাভ ফিচার যোগ হবে। একাধিক দুর্দান্ত আপডেট পাওয়ার কথাও শোনা যাচ্ছে। কিন্তু এখন যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হল এই যে নতুন iOS আপডেট আসছে সেটা কোন কোন ফোনে উপলব্ধ হতে চলেছে?
আপনার হাতে থাকা iPhone কি এই iOS 17 আপডেট পাবে? সাধারণত Apple -এর তরফে সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট আইফোনের জন্য 5 বছরের জন্য দিয়ে থাকে। যদিও এই বছর অনেক কিছুই অনিশ্চিত।
এর আগে Mac Rumours -এর তরফে জানানো হয়েছিল যে Apple- এর তরফে নাকি এবার iPhone 8, iPhone 8 Plus, iPhone X ইত্যাদির সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এই ফোনগুলো সব 2017 সালে লঞ্চ করেছিল। অর্থাৎ এই ফোনগুলোকে Apple যে 5 বছরের সফটওয়্যার সাপোর্ট দেওয়ার কথা বলেছিল সেগুলো পূরণ হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত যা যা জানা গিয়েছে কিছু ফোনে নিশ্চিত ভাবে এই আপডেট আসছে। আর কিছু ফোনে নিশ্চিত নয় বিষয়টা।
আরও পড়ুন: Apple WWDC ইভেন্টের আগেই সস্তা হল iPhone 14 Plus, 12 হাজার টাকার ছাড়ে কেনার সুযোগ
যে যে ফোনে iOS 17 আপডেট আসতেও পারে, নাও পারে –
iPhone X
iPhone 8
iPhone 8 Plus
যে যে ফোনে iOS 17 আসবেই
iPhone 14 সিরিজ- iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, iPhone 14 Plus
iPhone 13 সিরিজ – iPhone 13 , iPhone 13 Mini, iPhone 13 Pro Max, iPhone 13 Pro
iPhone 12 সিরিজ- iPhone 12, iPhone 12 Mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max
iPhone 11 সিরিজ – iPhone 11, iPhone 11 Pro Max, iPhone 11 Pro
iPhone Xs, iPhone Xs Max, iPhone Xr
iPhone SE 2022
iPhone SE 2020
আরও পড়ুন: Apple WWDC 2023 আজ থেকে হবে শুরু, কোথায় এবং কীভাবে লাইভ দেখবেন এই মেগা ইভেন্ট? জানুন
iOS 17 -এর নাম দেওয়া হয়েছে Dawn। Apple নাকি বেশ একাধিক পরিবর্তন আনতে চলেছে তাদের অপারেটিং সিস্টেমে, এমনটাই জানিয়েছে রিপোর্ট। এর মধ্যে থাকতে করে সাইড লোডিং অব অ্যাপস, ওয়ালেট অ্যাপের এনহ্যানসমেন্ট, ফাইন্ড মাই অ্যাপ, ইত্যাদি।
এখানে লক স্ক্রিন, কন্ট্রোল সেন্টার, অ্যাপ লাইব্রেরি ফোল্ডার, ইত্যাদিতে বদল আনা হবে। iOS 17 -এর সঙ্গে Apple মূলত কোর সিস্টেম অ্যাপগুলোর আপডেট আনবে। এমনটাই Bloomberg -এর রিপোর্টে বলা হয়েছে।