অ্যাপেল ফোল্ডেবেল আইফোনের পেটেন্ট দিয়েছে বলে খবর পাওয়া গেছে

অ্যাপেল ফোল্ডেবেল আইফোনের পেটেন্ট দিয়েছে বলে খবর পাওয়া গেছে
HIGHLIGHTS

এর আগে গুজব ছিল যে কোম্পানি ভবিষ্যতের আইফোন একসঙ্গে এলজির সঙ্গে তৈরি করছে

আগে খবর পাওয়া গেছিল যে অ্যাপেল এলজির সঙ্গে একসঙ্গে ভবিষ্যতের ফোল্ডেবেল আইফোন বানাবে, কিন্তু এখন খবর পাওয়া গেছে যে অ্যাপেল ফোল্ডেবেল আইফোনের জন্য পেটেন্ট অ্যাপ্লাই করেছে, যা ‘যা কোন বইয়ের মতন খোলা আর বন্ধ করা যাবে’। তবে এখনও পর্যন্ত এই ডিভাইসের নাম রাখা হয়নি।

আমেরিকার পেটেন্ট আর ট্রেডমার্ক কার্যালয় থেকে প্রকাশিত পেটেন্ট আবেদনে বলা হয়েছে , “এই ইলেক্ট্রনিক ডিভাইসের একটি অংশ ফ্লেক্সিব্যাল হতে পারে, যা ডিভাইসটিকে ফোল্ড করতে সাহায্য করবে। এই ডিভাইসে ফ্লেক্সিব্যাল ডিসপ্লেথাকতে পারে”।

এর আগে গুজব ছিল যে কোম্পানি ভবিষ্যতের আইফোন একসঙ্গে এলজির সঙ্গে তৈরি করছে।

এর আগের একটি রিপোর্টে বলা হয়েছিল যে অ্যাপেল স্যামসং (স্যামসং এর এলইডি ডিসপ্লে সব থেকে বেশি ভাল বলে মনে করা হয়) এর বদলে এলজির সঙ্গে একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।ফোল্ডেবেল প্যানেল যুক্ত আইফোনের উৎপাদন ২০২০ সাল থেকে শুরু হতে পারে।

এরমধ্যে এলজি নিজেদের ফোল্ডেবেল আইএলইডি প্যানেল প্রোটোটাইপ তৈরি করেছে। আর এবার এর ডিটেলিং এর ওপর আরও কাজ করছে।

Digit.in
Logo
Digit.in
Logo