ইউনিয়ান মিনিস্টার এর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাপেল কে ভারতে হ্যান্ডসেট বানাবার অনুমতি আগে দেয় নি
মোবাইল ফোন নির্মাতা অ্যাপেল তাদের আইফোন 6 আর 6s এর ম্যানুফ্যাকচারিং ভারতে শুরু করবে. যদিও ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাপেল কে ভারতে হ্যান্ডসেট বানাবার অনুমতি আগে দেয়নি. এদের বক্তব্য ছিল যে অন্য মোবাইল কোম্পানি র জন্য ইটা ঠি হবে না.
এর আগে অ্যাপেল সম্প্রতি আইফোন 7 ও আইফোন 7 প্লাসের রেড কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছিল. অ্যাপেল এর এই এডিশন অ্যাপেল এবং (RED) এর 10 বছরের পার্টনারশিপের প্রতিক. এই নতুন এডিশনে রেড অ্যালুমিনিয়াম ফিনিশ আছে.
এই সময় অ্যাপেলের CEO টিম কুক বলেছেন যে, আমর (RED) এর সঙ্গে কাজ করছি 10 বছর হয়েগেছে আর HIV র বিরুদ্ধে আমাদের এই লড়াইএ আমাদের কাস্টমারদের বিশেষ যোগদান আছে. আপনাদের জানিয়ে রাখি যে, অ্যাপেল এর আগেও অনেকবার নিজেদের প্রোডাক্টের রেড এডিশন লঞ্চ করেছে. এই প্রোডাক্ট থেকে হওয়া আয়ের অর্ধেক ভাগ (RED) কে দেওয়া হয়.
এছাড়া অ্যাপেল এই সময় বলেছে যে, আইফ্ন SE (iPhone SE) এবার 32GB এবং 128GB ভেরিয়ান্টে পাওয়া যাবে. এর দাম Rs. 27,200 হবে. এর আগে আইফোন SEর 16 এবং 64GB মডেল পাওয়া যেত.