Apple-এর তরফে iPhone 15 সিরিজে ব্যাপক কিছু পরিবর্তন আনা হতে পারে বলেই জানা গিয়েছে। সর্বপ্রথম যেটা জানা যায় সেটা হল এই সংস্থা নাকি তাদের লাইটিং পোর্ট সরিয়ে USB টাইপ সি পোর্ট আনতে চলেছে এই আগামী সিরিজে। এছাড়া iPhone 15-এর প্রতিটা ফোনেই নাকি নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচার দেখা যাবে আর সেখানে নাকি প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে। ফলে আগের তুলনায় যে এটা একটা বিশাল বড় চেঞ্জ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এবার এই আগামী সিরিজ সম্পর্কে আরও নয়া তথ্য সামনে এল। একজন ভরসাযোগ্য টিপস্টার আইস ইউনিভার্স টুইটারে জানিয়েছেন iPhone 15 Pro Max ফোনটিতে নাকি কোনও বাটন থাকবে না। যদি এটা সত্যি হয় তাহলে সেটা আইফোনের ডিজাইনের ক্ষেত্রে বড় চমক হতে চলেছে। এই সূত্রের তরফে আইফোন 15 Pro Max -এর বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি প্রকাশ্যে এনেছে।
1. এই সূত্রের তরফে জানা গিয়েছে যে এই Flagship ফোনে সলিড স্টেট হ্যাপটিক বাটন থাকবে।
2. এছাড়া ছবি থেকে এও স্পষ্ট যে 2023 সালে যে iPhone 15 সিরিজ আসতে চলেছে, সেটার iPhone 15 Pro Max বেশ মোটা হতে চলেছে। এছাড়া একটি চওড়া এবং স্পষ্ট ক্যামেরা মডিউল থাকবে এখানে সঙ্গে কার্ভড চেসিস।
3. এবার শোনা যাচ্ছে Apple -এর লাইটনিং পোর্টের বদলে USB টাইপ সি পোর্ট থাকবে এই ফোনে। ফলে এবার এই ফোন চার্জ দেওয়া অনেক সহজ হয়ে যাবে।
4. এছাড়া জানা গিয়েছে ডিসপ্লেতে ডুয়াল পাঞ্চ হোল থাকবে যেমনটা আইফোন 14 -এর ক্ষেত্রে হয়েছিল। আপাতত এই ফোন সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে। বাকিটা এখনও অজানাই।
5. তবে অ্যানালিস্ট মিং চি কুও জানিয়েছেন যে iPhone 15 Pro Max ফোনটিতে কোনও ফিজিক্যাল বাটন থাকবে না। এই নতুন সলিড স্টেট বাটন কাজ করবে তার বদলে। ফলে আলাদা করে ব্যবহারকারীকে কোনও বাটন টিপতে হবে না কোনও কাজে জন্য। বিষয়টা অনেক iPhone 7, 8 বা অন্যান্য একাধিক মডেলে থাকা হোম বাটন ডিজাইনের মতো হতে চলেছে।
6. এছাড়া জানা গিয়েছে Taptic Engine থাকবে এই ফোনে যা ভিতরে ডান এবং বাঁদিকে থাকবে যা গ্রাহককে ফিজিক্যাল বাটন প্রেস করার অভিজ্ঞতা দেবে।
7. এছাড়া শোনা হচ্ছে Apple -এর তরফে নাকি এবার এই সিরিজে বড় ব্যাটারি দেওয়া হবে। যদিও এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি। তবে বর্তমানের ভাইব্রেশন মোটরের বদলে যে এখানে Taptic Engine থাকতে পারে সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে।
আশা করা হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই হয়তো iPhone 15 সিরিজ লঞ্চ করবে। যদিও সেটার এখনও ঢের দেরি আছে, তবে মনে করা হচ্ছে এখানে চারটি মডেল থাকবে, iPhone 15, iPhone 15 Pro, iPhone 15 Plus এবং iPhone 15 Ultra বা Pro Max।