iPhone 15 সিরিজ নিয়ে ফের হইচই! আকাশছোঁয়া দাম হবে কোন কোন মডেলের?
iPhone 15 সিরিজ নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এল
জানা গেল iPhone 15 সিরিজের দাম বাড়ানো হতে পারে
এই সিরিজের Pro মডেলগুলোর দাম 200 ডলার করে বাড়ানো হতে পারে
Apple -এর তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বরাবরের মতো তাদের নতুন Flagship ফোন সিরিজ অর্থাৎ iPhone 15 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজে চারটি ফোন থাকবে বলে জানা গিয়েছে, এই ফোনগুলো হল iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। Wall Street অ্যানালিস্ট Dan Ives জানিয়েছেন Apple -এর তরফে হয়তো এই সিরিজের Pro মডেলগুলোর দাম 200 ডলার মতো বাড়ানো হবে।
গত বছরও Ives জানিয়েছিলেন যে iPhone 14 সিরিজের দাম বাড়বে অনেকটাই, আর সেটা বাস্তবায়িত হতে দেখা গিয়েছিল। CNBC -কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন iPhone 15 সিরিজের ক্ষেত্রেও হয়তো Apple একই জিনিস করবে। যদিও তিনি মডেল অনুযায়ী কত কী দাম বাড়বে সেটা জানাননি। কিন্তু এই কোম্পানির তরফে আমেরিকায় iPhone -এর অ্যাভারেজ সেলিং প্রাইজ বাড়ানো হবে।
কানাঘুষোয় শোনা যাচ্ছে এই মূল্য বৃদ্ধি সব থেকে বেশি প্রভাবিত করবে Pro মডেলগুলোকে। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max -এর দাম 200 ডলার পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন: দেদার ছাড়ে বিক্রি হচ্ছে Samsung Galaxy F13, ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বড় ব্য়াটারি
বর্তমানে iPhone 14 সিরিজের দাম শুরু হচ্ছে 799 ডলার থেকে। 899 ডলারে বিকোচ্ছে iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এর দাম যথাক্রমে 999 ডলার এবং 1,099 ডলার।
এখন অ্যানালিস্টরা জানাচ্ছেন iPhone 15 -এর যদি দাম দাম বাড়ে সত্যিই তাহলে সেক্ষেত্রে iPhone 15 Pro -এর দাম শুরু হবে 1,199 ডলার থেকে। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 99,000 টাকা। অন্যদিকে iPhone 15 Pro Max ফোনটির দাম শুরু হবে 1,299 ডলার বা 1,07,000 টাকা থেকে।
Ives জানিয়েছেন কুপার্টিনো ভিত্তিক এই টেক জায়ান্ট এই ভাবে দাম বাড়িয়ে তাদের ভ্যালুয়েশন বাড়াতে চাইছে। তাঁর কথা অনুযায়ী Apple এখন তাদের সম্পত্তি 2.85 ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে 3.5 ট্রিলিয়ন বা 4 ট্রিলিয়ন করা হবে 18 থেকে 24 মাসের মধ্যেই।
আরও পড়ুন: হুরহুরিয়ে সস্তা হয়ে গেল 50MP ক্যামেরা সহ Vivo এর দুর্দান্ত স্মার্টফোন,জানুন নতুন দাম কত
তিনি আরও জানিয়েছেন যে 2023 সালে iPhone 15 এর প্রায় 235 মিলিয়ন থেকে 240 মিলিয়ন ইউনিট বিক্রি হতে পারে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile